ভাষা শহীদদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চাঁদপুরের সর্বত্র পালিত হয়েছে। বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয়ের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি রোববার অমর একুশে যথাযোগ্য মর্যাদায় পালন করে চাঁদপুরের সর্বস্তরের মানুষ।
সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করতে যেয়ে অনুষ্ঠানগুলো আড়ম্বরপূর্ণ না হলেও ভাবগাম্ভীর্য ছিলো। একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এরপর শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুসহ নেতৃবৃন্দ। এরপর পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এরপর স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।
সকালে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নানা বয়সী অসংখ্য মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহঙ্কারের এই মিনার। তবে করোনাভাইরাসের কারণে এই বছর আইনশৃঙ্খলা বাহিনীর কিছু বিধিনিষেধ থাকায় ব্যাপক লোকসমাগম হতে দেয়নি প্রশাসন।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। দিবসটি উপলক্ষে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি উদ্যাপিত হয়।
ফজর | ৫:০৮ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২২ |
মাগরিব | ৬:০৩ |
এশা | ৭:১৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৬-সূরা 'আলাক ১৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৫। সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হেঁচড়াইয়া লইয়া যাইব, মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরিয়া- ১৬। মিথ্যাচারী, পাপিষ্ঠের কেশগুচ্ছ। ১৭। অতএব সে তাহার পার্শ্বচরদিগকে আহ্বান করুক।
মূর্খতা এমন এক পাপ, সারাজীবনে যার প্রায়শ্চিত্ত হয় না। -আল-ফখরি।
কাউকে অভিশাপ দেওয়া সত্যপরায়ণ ব্যক্তির উচিত নয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |