গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এ বছর প্রায় ২ হাজার ৬শ' হেক্টর জমিতে আলুর চাষ করেছে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা। আবহাওয়া ভালো, দীর্ঘমেয়াদী শৈত্যপ্রবাহ না থাকায় এবং রোগ-বালাই কম হওয়ায় আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখছেন কৃষকরা। সপ্তাহ দুয়েক পরেই আলুর ফসল ঘরে উঠবে। তবে চোখে-মুখে হাসি ফুটলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে লোকসানের আশঙ্কায় রয়েছে কৃষকরা।
উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের তথ্যমতে, গত বছর কচুয়ায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিলো। চলতি মৌসুমে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ৬শ' হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এবার আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৬০ হাজার মেট্রিক টন। বর্তমানে প্রতি হেক্টর জমিতে ১৮ টন থেকে ২২ টন পর্যন্ত আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
উপজেলার উত্তর বুধু-া গ্রামের আলু চাষী শহীদ উল্লাহ জানান, গত বছর এক একর বিশ শতাংশ জমিতে আলু চাষ করি। গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এ বছর ১০ একর জমিতে আলুর চাষ করেছি। আলু চাষের শুরু থেকে উত্তোলন পর্যন্ত বিঘাপ্রতি খরচ পড়বে ৩৫-৪০ হাজার টাকা। যেসব কৃষক আগাম জাতের আলু চাষ করে প্রথম দিকেই বাজারে বিক্রি করেছেন তারাই লাভবান হয়েছেন। দিন দিন আলুর দাম কমে যাচ্ছে। কারণ আলুর উৎপাদন এবার বেশি হয়েছে। এখন যারা আলু উঠিয়ে বাজারে বিক্রি করছেন তারা কিছুটা লাভবান হবেন। কয়েকদিন পর যারা আলু বাজারে বিক্রি করবে তারা লোকসানের মধ্যে পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন জানান, এবার উপজেলায় প্রায় ৫শ' হেক্টর জমিতে আলু চাষ বেশি হয়েছে এবং ভালো ফলনও হয়েছে। রোগবালাই কম। আগাম আলুতে কৃষক ভালো দাম পেয়েছে। পরবর্তীতেও আলুর দাম পাবে কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ও শৈত্যপ্রবাহ কম হওয়ায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকদের কাছে গিয়ে আলুর ফলন বৃদ্ধি করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আগামীতেও আলু বেশি উৎপাদনের জন্যে কৃষকদের নিয়ে উঠোন বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হবে।
ফজর | ৫:০০ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:২৬ |
মাগরিব | ৬:০৮ |
এশা | ৭:২০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৬-সূরা 'আলাক ১৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৮। আমিও আহ্বান করিব জাহান্নামের প্রহরীদিগকে। ১৯। সাবধান! তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা কর ও আমার নিকটবর্তী হও।
আমার জিহ্বা যদিও আমার আত্মা নয়, তবুও তার ইচ্ছা আছে। -শেঙ্পিয়র।
নফস্কে দম করাই সর্বপ্রথম জিহাদ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |