এবার জাটকা আহরণে বিরত রাখতে সরকার চাঁদপুর জেলার জন্যে যে চাল বরাদ্দ দিয়েছে তাতে নিবন্ধিত প্রায় ১১ হাজার জেলে বাদ পড়েছেন। এ তথ্য জানিয়েছেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান ও জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি মোঃ তছলিম বেপারী।
তারা জানান, চাঁদপুর জেলার ৪ উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছেন ৫১ হাজার ১৯০ জন। আর জাটকা চালের বরাদ্দ দেয়া হয় ৪০ হাজার ৫ জনের। ১১ হাজারেরও বেশি নিবন্ধিত জেলে এ তালিকায় বাদ পড়েছেন। এর মধ্যে চাঁদপুর পৌর এলাকার বাদ পড়েছেন ৪৮৭ জন জেলে। বিষয়টি তারা পৌর মেয়রকে জানিয়েছেন। আজকে টাস্কফোর্সের মিটিংয়ে জেলা প্রশাসককে জানাবেন।
উল্লেখ্য, জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরে ২৬ হাজার ৩০৫ দশমিক ২০ টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। দেশের ২০ জেলার জাটকা সম্পৃক্ত ৯৮টি উপজেলায় ৩ লাখ ২৮ হাজার ৮১৫ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিতে এ বরাদ্দ দেয়া হয়েছে। এর আওতায় প্রথম ধাপে ফেব্রুয়ারি-মার্চ দুই মাস প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে (দুই মাসে ৮০ কেজি) চাল প্রদান করা হচ্ছে।
এ বরাদ্দের তালিকায় চাঁদপুর জেলার চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ এ ৪টি উপজেলা রয়েছে।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৬-সূরা 'আলাক ১৯ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
একজন জ্ঞানী প্রশাসক সময়োপযোগী শাসন করেন। -সিডনি লেনিয়ার।
যার মধ্যে বিনয় ও দয়া নেই, সে সকল ভালো গুণাবলি হতে বঞ্চিত।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |