ভরা পূর্ণিমার চাঁদকে ঘিরে পুরো রাতটি হয়ে ওঠে জোছনা রাত। এই জোছনা রাতে চাঁদপুরে প্রথমবারের মতো উদ্যাপিত হলো জোছনা উৎসব। জোছনার আলোয় চাঁদপুর শহরের ডাকাতিয়ার তীরে নাচ, গান, পুঁথিপাঠসহ নানা আয়োজনে উল্লাসে মেতে উঠেন জোছনা প্রেমী সাহিত্য ও সংস্কৃতি কর্মীসহ অনেক মানুষ। তাদের মতে জোছনা উৎসব বাঙালি উৎসব তালিকায় নতুন মাত্রা যোগ হয়েছে।
চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে ও আপনের সহযোগিতায় গত ২৮ ফেব্রুয়ারি রোববার পূর্ণিমা রাতে চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ মাঠের যাযাবর ভবনের সামনে এই জোছনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। সাহিত্য মঞ্চের সভাপতি কবি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আশিক বিন রহিমের সঞ্চালনায় জোছনা উৎসব সম্পর্কিত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সাধারণ সম্পাদক রফিক আহমেদ মিন্টু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, আপন-এর উপদেষ্টা ডাঃ মাসুদ হাসান, কবি ও গল্পকার মুহাম্মদ ফরিদ হাসান। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান জোছনা উৎসবের সহযোগী সংগঠন আপনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডাঃ রাশেদা আক্তার।
অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে জোছনার কবিতা পাঠ করেন কবি ও লেখক তছলিম হোসেন হাওলাদার, ইকবাল পারভেজ, মাহবুবুর রহমান সেলিম, খান-ই-আজম, ম. নূরে আলম পাটোয়ারী, শাহমুব জুয়েল, মুহাম্মদ ফরিদ হাসান, কবির হোসেন মিজি, নুরুন্নাহার নিশি, মেহেদী হাসান রানা, ওমর ফারুক ও নিঝুম খান।
রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীতশিল্পী ও সংগীত শিক্ষক রফিক আহমেদ মিন্টু ও চয়ন সাহা। ফোক গান পরিবেশেন করেন কণ্ঠশিল্পী শুভ্র রক্ষিত, রাজীব চৌধুরী, মুন্না, কবির হোসেন মিজি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, সংস্কৃতির সাথে অপসংস্কৃতির একটা যুদ্ধ বহুকাল ধরেই চলছে। কিন্তু দিনশেষে সুস্থ ধারার সংস্কৃতির বিজয় অনিবার্য। আজকের এই ভরা পূর্ণিমার রাতে জোছনার আলোয় চমৎকার পরিবেশে ভিন্নধর্মী একটি আয়োজনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। চাঁদপুরে জোছনাকে বন্দনা করে খোলা আকাশের নিচে এটিই প্রথম আয়োজন। এজন্যে আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের আয়োজন আগামীতেও আরো বড় পরিসরে হবে সেটি আশা রাখছি।
তিনি আরো বলেন, একই রকম গান পরিবেশ কিংবা সময়ের প্রেক্ষিতে একেক রকম আবেদন রাখে। যেমন রবীন্দ্রসংগীত সকালে শুনলে তা একরকম উপভোগ করা যায়, দুপুরে আরেক রকম এবং রাতে আরেক রকম। তেমনি এমন চাঁদের আলো গান কিংবা কবিতা যাই উপস্থাপন হবে তাই ভালো লাগবে এ কথা নিশ্চিতভাবে বলা যায়। গানের গলা ভালো নয়, কিংবা আবৃত্তির শব্দচয়নে যদি ভুলও থাকে সেটিও ভালো লাগবে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমাদের তরুণ এবং নতুন প্রজন্ম সুস্থ ধারার সংস্কৃৃতি চর্চায় মনোনিবেশ করবে সেই আশা রাখছি।
জোছনা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহিত্য মঞ্চের নির্বাহী সদস্য নার্গিস তন্বি, বেলাল হোসাইন ও চাঁদপুর টেলিগ্রাফের প্রতিষ্ঠাতা আসেফ লিটন। আয়োজনের সহযোগিতায় ছিলো সামাজিক সংগঠন 'আপন'। আয়োজকদের পক্ষ থেকে পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারসহ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৮-সূরা বায়্যিনাঃ ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৭। যাহারা ঈমান আনে ও সংকর্ম করে, তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ। ৮। তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার-স্থায়ী জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, সেথায় তাহারা চিরস্থায়ী হইবে। আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাঁহাতে সন্তুষ্ট। ইহা তাহার জন্য, যে তাহার প্রতিপালককে ভয় করে।
সৌভাগ্য এবং প্রেম নির্ভীকের সঙ্গত্যাগ করে। _ওভিড।
নিরপেক্ষ লোকের দোয়া সহজে কবুল হয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |