চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া বাজার এলাকায় এলজিইডি রাস্তার পাশ থেকে সরকারি ৪টি গাছ কর্তন করে গোপনে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া বাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। স্থানীয় জাহাঙ্গীর ছৈয়াল ও শুক্কুর ছৈয়াল নামে দুই ভাই স্থানীয় একটি চক্রের সহযোগিতায় গাছ বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে জানা যায়।
৩ মার্চ বুধবার বিকেলে উত্তর বালিয়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডির রাস্তার পাশে সরকারি ৪টি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে স্তূপ করে রেখেছে। স্থানীয় হালিম ছৈয়ালের পুত্র মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর ছৈয়াল ও শুক্কুর ছৈয়াল নামে দুই ভাই গাছগুলো নিজেদের সম্পত্তি দাবি করে নামমাত্র টাকায় গোপনে বিক্রি করে দিয়েছেন। এ সময় অভিযুক্ত শুক্কুর ছৈয়াল এবং তার স্ত্রীকে কর্তন করা গাছের ডালপালা স্তূপ করে রাখার কাজ করতে দেখা যায়।
এ বিষয়ে শুক্কুর ছৈয়ালের কাছে জানতে চাইলে তিনি নিজেকে সরকারি গাছগুলের বিক্রেতা নয়, বরং ক্রেতা দাবি করে বলেন, এই গাছ আমাদের নয়, আমি এগুলো বালিয়া বাজারের ফল ব্যবসায়ী সায়েমের কাছ থেকে কিনেছি। যা বুঝার তিনি বুঝবেন। শুক্কুর ছৈয়াল আরো বলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান গাছগুলো দেখে গেছেন।
এদিকে এ বিষয়ে ফল ব্যবসায়ী সায়েমের সাথে কথা হলে তিনি বলেন, গাছ আমার নয়, শুক্কুর ছৈয়ালের। আমি তাদের কাছ থেকে ৪টি গাছ ২১ হাজার টাকায় কিনেছি।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৯-সূরা যিল্যাল ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৪। সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে, ৫। কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন, ৬। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদিগকে উহাদের কৃতকর্ম দেখান যায়,
যার বশ্যতার মধ্যে তোমার স্বার্থ নিহিত, তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ো না। _এরিস্টিটল।
যে শিক্ষিত ব্যক্তিকে সম্মান করে, সে আমাকে সম্মান করে
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |