গতকাল ৩ মার্চ বুধবার চাঁদপুরে নতুন করে আরও ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। অপরদিকে একদিনে নতুন করে ৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এদিন ৫২টি স্যাম্পলের রিপোর্টে ২ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৫০ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮শ' ৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭শ' ১৯ জন।
উপজেলাভিত্তিক আক্রান্তদের সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১২৪১ জন, হাইমচরে ১৭৪ জন, মতলব উত্তরে ২১০ জন, মতলব দক্ষিণে ৩০৭ জন, ফরিদগঞ্জে ৩১৩ জন, হাজীগঞ্জে ২৪৩ জন, কচুয়ায় ১০৫ জন ও শাহরাস্তিতে ২৫৯ জন। এছাড়া ঢাকা হতে আগত ৪ জন, লক্ষ্মীপুর থেকে ২ জন, মতলব (দঃ) আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ৩০ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ১ জন ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন আক্রান্ত হওয়ার হিসেবে রয়েছে। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরও জানা যায়, গতকাল ৩ মার্চ বুধবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৫২টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এই স্যাম্পলগুলো গত ২ মার্চ মঙ্গলবার সংগৃহীত। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলায়।
চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে ৮৮ জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে ৪৫ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উপজেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ২৮ জন, ফরিদগঞ্জে ১৪ জন, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৪ জন ও হাইমচরে ১ জন।
ফজর | ৪:১৮ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৪ |
এশা | ৭:৩৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৯-সূরা যিল্যাল ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৪। সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে, ৫। কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন, ৬। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদিগকে উহাদের কৃতকর্ম দেখান যায়,
যার বশ্যতার মধ্যে তোমার স্বার্থ নিহিত, তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ো না। _এরিস্টিটল।
যে শিক্ষিত ব্যক্তিকে সম্মান করে, সে আমাকে সম্মান করে
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |