ফরিদগঞ্জে এক নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসাদ উল্লা শিহাব (২০) নামে এক বখাটেকে আটক করেছে থানা পুলিশ। বাসস্ট্যান্ড সংলগ্ন লিংক রোডে শুক্রবার ঘটে এ ঘটনা ।
থানায় লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ বাজারস্থ বাসস্ট্যান্ডের লিংক রোডের একটি ভাড়া বাসার ছাদ থেকে শুকানো কাপড় আনতে যায় যুব বয়সী নারী। শুক্রবার বিকেলে এই ফাঁকে বখাটে শিহাব ওই নারীর ঘরে ঢুকে পড়ে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারীর ডাক-চিৎকারে শিহাব পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাকে আটক করে। বখাটে শিহাব ঐ নারীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতো বলে জানা গেছে। এ ব্যাপারে ওই নারীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে শিহাব নামে এক যুবককে আটক করেছি এবং তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার নিয়মিত মামলা হয়েছে।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৬। ইহারাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে। সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই, তাহারা সৎপথেও পরিচালিত নহে।
assets/data_files/web
একজন জ্ঞানী প্রশাসক সময়োপযোগী শাসন করেন। -সিডনি লেনিয়ার।
যার মধ্যে বিনয় ও দয়া নেই, সে সকল ভালো গুণাবলি হতে বঞ্চিত।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |