চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুর রহমান দুদুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শোকবার্তায় বলেন, এই শ্রদ্ধার মানুষগুলো আমাদের মাথার উপর ছায়া এবং আমাদের আদর্শ ছিলেন। তাঁরা ছিলেন আমাদের অনুপ্রেরণা। কাকার বাসায় আমি একাধিকবার গিয়েছি। সর্বশেষ গিয়েছি কাকা তখন অসুস্থ ছিলেন। আমি অনেক সময় তাঁর পাশে ছিলাম। তিনি সত্যিই একজন ভালো, সৎ এবং সজ্জন মানুষ ছিলেন। তিনি আমার জন্যে তখন প্রাণভরে দোয়া করেছেন। আমি সকল কিছুতে কাকার কাছে ঋণী। আমি দোয়া করি আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৮। আর মানুষের মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা বলে, 'আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি' কিন্তু তাহারা মু'মিন নহে; ৯। আল্লাহ এবং মু'মিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে। অথচ তাহারা যে নিজদিগকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে না।
এমন প্রাসাদ তৈরি করো না, যা তুমি বাসযোগ্য করতে পারবে না। _আল-ফকরি।
বিদ্যা শিক্ষার্থীগণ বেহেশতের ফেরেশতাগণ কর্তৃক অভিনন্দিত হবেন।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |