চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক প্যানেল চেয়ারম্যান এবং পৌরসভার বর্তমান ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ শোয়েবের পিতা আব্দুর রহমান দুদুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ সকল কাউন্সিলর ও পৌর পরিষদ। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মেয়র জিল্লুর রহমান জুয়েল শোকবার্তায় বলেন, দুদু কাকা আমার পিতৃতুল্য ছিলেন। একেবারে ছোটবেলা থেকে আমরা তাঁকে চিনি। পাশাপাশি বাসা হওয়াতে আমাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন ছিলো। তিনি অত্যন্ত ভালো এবং বিনয়ী মানুষ ছিলেন। আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৮। আর মানুষের মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা বলে, 'আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি' কিন্তু তাহারা মু'মিন নহে; ৯। আল্লাহ এবং মু'মিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে। অথচ তাহারা যে নিজদিগকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে না।
এমন প্রাসাদ তৈরি করো না, যা তুমি বাসযোগ্য করতে পারবে না। _আল-ফকরি।
বিদ্যা শিক্ষার্থীগণ বেহেশতের ফেরেশতাগণ কর্তৃক অভিনন্দিত হবেন।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |