সৌদি আরবের রিয়াদে মোঃ ফারুক খান (৪৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখাঁর বাজারের প্রতিষ্ঠাতা মৃত চাঁদখাঁর ছেলে।
বুধবার সকাল ১০ টায় আশিকাটি চাঁদখাঁর বাজার মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পেঁৗছায়। সেখানে স্বজনরা মরদেহ গ্রহণ করেন।
নিহতের মেজো ভাই চাঁদখাঁর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন খান জানান, ২৫ মার্চ বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে কাজের জন্যে বাসা থেকে বের হন। সন্ধ্যায় সৌদি আরব থেকে মোবাইল ফোনে জানানো হয় সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। ফারুকের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। সূত্র : ঢাকা পোস্ট।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৮। আর মানুষের মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা বলে, 'আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি' কিন্তু তাহারা মু'মিন নহে; ৯। আল্লাহ এবং মু'মিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে। অথচ তাহারা যে নিজদিগকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে না।
এমন প্রাসাদ তৈরি করো না, যা তুমি বাসযোগ্য করতে পারবে না। _আল-ফকরি।
বিদ্যা শিক্ষার্থীগণ বেহেশতের ফেরেশতাগণ কর্তৃক অভিনন্দিত হবেন।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |