ফয়জুল করিম তুমি সেই আউলিয়ায়ে কেরামের পবিত্র পরিবারের সন্তান।
বিপথগামীদের হয়তো জানা নাই, তোমার পূর্বপুরুষরা এসেছিল বাঘের পিঠে সাওয়ার হয়ে এ ভূখ-ে দ্বীনের মশাল জালাতে
হয়তো তাদের জানা নাই তোমার এ হুংকার ধ্বনি-প্রতিধ্বনি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, ওরাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করতে।।
তোমার হৃদয় গলানো বয়ানে যেভাবে মানুষের অশ্রু ঝড়ে,
তেমনি তোমার রাজপথ কাঁপানো হুংকারে মানুষের রক্ত ঝড়ে।
তুমি অসহায়, অনাহার মানুষের দুঃখে দুঃখী হয়ে ছুটে যাও মানোনাকো দিবারাত্রি।
তোমাকেই বলা যায় খলিফাতুল মুসলিমীন ওমরের প্রতিচ্ছবি।।
তুমি আমার রণাঙ্গনের বীর সেনাপতি ও আত্মশুদ্ধির পীর।
তোমার প্রখর দৃষ্টি আর ছোঁয়ায়
আমিও হয়ে যাই একজন বীর।
তোমার নির্দেশে মানবতার চরম দুর্দিনে থাকিনিকো ঘরে বসে,
বৈশি্বক মহামারী করোনাকে আলিঙ্গন করেছি শত শত লাশের পাশে।।
তোমার পিছু ছাড়বে নাকো কেহ, তুমিতো মাজলুম মানুষের নেতা,
তোমার সামনে কে দাঁড়াবে তুমিতো অকপটে বলে দাও এ জাতীর হৃদয়ের কথা।।
আমীরের পক্ষ থেকে আসবে কবু ডাক, বিরহ ব্যাথায় মরি।
রাজু ভাস্কর্যের ছাড়পোকাগুলো অসময়ে আমাকে বানিয়ে দিল কবি।।
-শেখ মুহা. জয়নাল আবদিন
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা।
ফজর | ৫:০২ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮২-সূরা ইন্ফিতার ১৯ আয়াত, ১ রুকু, মক্কী ১৬। এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না। ১৭। কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান? ১৮। আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জান? ১৯। সেই দিন একে অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না; এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হইবে আল্লাহর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আমার মুক্তি আলোয়...। -রবীন্দ্রনাথ ঠাকুর।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, মানুষের মধ্যে তিনি উত্তম পুরুষ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |