ফজর | ৫:১০ |
যোহর | ১১:৫২ |
আসর | ৩:৩৭ |
মাগরিব | ৫:১৬ |
এশা | ৬:৩৩ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৫-সূরা ফাতির বাচুর না পানালে দুধ পেতে কোথায়? -প্রবাদ। যে সদর দরজা দিয়ে বেহেশতে যেতে চায়, সে তার পিতা-মাতাকে সন্তুষ্ট করুক। |
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে ঐতিহ্যবাহী মদনা দরবার শরীফের ৩ দিনব্যাপী ৭৪তম ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরবার শরীফ মাঠে গত শুক্রবার বাদ আছর থেকে শুরু হয়ে গত রোববার রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।
মদনা দরবারের পীরে কামেল আলহাজ্ব মাওলানা শাহ্ সূফি মোখতার আহমদ (রহঃ)-এর ৮ম মৃত্যুবার্ষিকীতে উক্ত মাহফিলে সভাপ্রধান ছিলেন ও আখেরি মোনাজাত পরিচালনা করেন বর্তমান গদ্দিনশীন পীর আলহাজ্ব মাওঃ মাহবুবুর রহমান। মোনাজাতের পূর্বে পীর ছাহেব বলেন, আমল-আকিদা বিশুদ্ধ করতে অলীদের সোহবতে থাকতে হবে। বর্তমানে একদল লোক ইসলাম নিয়ে মনগড়া কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ দেশে যাঁরা ইসলাম প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন, তাঁদের পথ ও মতে থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের আদর্শ হবে রাসূলে পাক (সাঃ)-এর মতো। হক্কানী আলেমগণ নবীদের ওয়ারিশ, তাই আমলী জিন্দিগী গঠন করতে হক্কানী আলেম ও পীর মাশায়েখের সোহবতে আসতে হবে।
মাহফিলের শেষ দিন বক্তব্য রাখেন মদনা দরবারের সাহেবজাদা আলহাজ্ব মাওঃ শাহ্ মোহাম্মদ কাওসার, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওঃ একেএম মাহবুবুর রহমান, গ-ামারা ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মোঃ আমির হোসাইন, ঢাকা উত্তরা বায়তুছ ছালাম জামে মসজিদের খতিব মাওঃ আনিসুর রহমান নূরী, মাওঃ আরিফ উল্লাহ জিন্নাহ, হাফেজ মাওঃ হারুনুর রশিদ ছিদ্দিকী, হাফেজ রুহুল আমিন আফছারী প্রমুখ।
মাহফিলে ইসলামী গজল পরিবেশন করেন স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী এম সাইফুল ইসলাম। মাওঃ মোঃ ফরহাদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ শেখ, চাঁদপুর ওছমানিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ নাজমুস শাহাদাত, চাঁপাইনবাবগঞ্জ জামবাড়িয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ওমর ফারুক আজম, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ হোসোইন ফারুকী, চান্দ্রা খান বাড়ি জামে মসজিদের খতিব নজরুল ইসলাম, মংলা পৌরসভার সাবেক মেয়র সফিকুর রহমান, বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হ্যাঁ | না | মতামত নেই |