মতলব উত্তর উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়ের নামে স্কুল সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক ফতেপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন প্রধানের স্ত্রী ফিরোজা বেগম (৬৫) বাদী হয়ে গত ৮ ফেব্রুয়ারি চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্কুলের প্রধান শিক্ষক, করণিক দেলোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেন (৪৮), ম্যানেজিং কমিটির সদস্য মৃত মোজাম্মেল হক খানের ছেলে বাবুল খান (৪৯), মৃত ছৈয়দ আলী সরকারের ছেলে তপন সরকার রতন (৪২) ও মৃত আরশাদ বেপারীর ছেলে জাকির (৪৫)কে আসামী করে মামলা দায়ের করেন। দরখাস্ত মামলা নং ১৪০/২০১৮। নালিশি ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে স্থিতাবস্থার জন্য বাদীর আবেদনের প্রেক্ষিতে ১৪৫ ধারা জারি করে আদালত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১২৩নং ঠেটালিয়া মৌজার ৬৭নং সিএস খতিয়ান ৬০০ দাগে ৮ ও ৬৮ মোট ৭৬ শতাংশ ভূমি ৪৮১১, ৬৩৮৫, ৬৬৯, ৫৯৫২ ও ৩৭৬২নং দলিল মূলে খরিদ করে মালিক ও দখলদার হয়ে বিগত ১৫ বছর পূর্বে ফলজ বাগান করেন বাদী। বাগানে থাকা প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১শ' ৫০টি আম গাছ, ১শ' টি লিচু গাছ, ২শ' টি লেবু গাছ, ১০টি সুপারি গাছ, ৫০টি কাঁঠাল গাছ, ২শ' টি বরই গাছ, ১০ পামওয়েল গাছ, ১শ' টি আনারস গাছ, ৫০টি লটকন গাছ, ৬০টি পেয়ারা গাছসহ সহস্রাধিক গাছ কেটে মামলার বিবাদীগণ জোরপূর্বক জমি দখল করে। প্রতি বছর ওই বাগান থেকে ২ লক্ষ টাকার ফল বিক্রি করা হতো।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, বিবাদীরা বাদীর ২০ হাজার টাকা মূল্যের একটি দো-চালা টিনের ঘর ভাংচুর করে, বাগানে কাঁটাতারের বেড়ার সীমানা কেটে ৭০টি পাকা সিমেন্টের পিলার ভাংচুর করে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। ১৫ বছর আগে বাগানের অধিকাংশ চারা রাজশাহীর আম্রকানন থেকে সংগ্রহ করা হয়েছিলো। বাগানটি একটি আদর্শ ফলের বাগান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় গত ২০১৪ সালে চ্যানেল আইয়ে হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। বাগানের সমস্ত গাছ কেটে ও টিনের ঘরটি ভাংচুর করে নিয়ে বাগানে জোর করে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি দিয়ে ভরাট করে আসামীরা। এতে বাধা দিতে গেলে মামলার বিবাদীরা বাদী বৃদ্ধা ফিরোজা বেগমসহ বাদীপক্ষের আরো কয়েকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্র দা, ছেনী, কুড়াল, রড, শাবল ইত্যাদি দিয়ে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।
ফিরোজা বেগম বলেন, আমার জমি তারা স্কুলের নামে জোর করে দখল করার লক্ষ্যে বালু ফেলেছে। জমিতে বিভিন্ন প্রজাতির ১ হাজারের বেশি ফলের গাছ লাগানো ছিলো। ফলসহ সেই গাছগুলো কেটে ফেলেছে। বাগানে থাকা একটি দোচালা টিনের ঘর ছিল সেটিও ভাংচুর করে নিয়ে গেছে। আসামীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদের কেউ কিছু বলতে পারে না। আমি সুষ্ঠু সমাধান না পেয়ে আদালতে মামলা দায়ের করি। আদালতের কাছে আমার জমি দখল ও বাগানের গাছ কাটার সুষ্ঠু বিচার চাই।
ফিরোজা বেগমের আবেদনের প্রেক্ষিতে নালিশি ভূমিতে স্থিতাবস্থা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৫ ধারা জারি করে আদালত।
এ বিষয়ে ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজ্জব আলী বলেন, আমি কয়েকদিন ধরে এসএসসি পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছি। মামলার বিষয়টি আমি পুরোপুরি জানি না। স্কুল উন্নয়নের বিষয়টি ম্যানেজিং কমিটি দেখেন। এ ব্যাপারে কমিটির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো।
ফজর | ৫:০৮ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২২ |
মাগরিব | ৬:০৩ |
এশা | ৭:১৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৫-সূরা ফাতির
মৃত্যুবরণ করার চেয়ে কষ্ট ভোগ করে বেঁচে থাকার জন্যে অধিক সাহসের প্রয়োজন। যিনিই বিশ^মানবের কল্যাণ সাধন করেন তিনিই সর্বশ্রেষ্ঠ মানুষ। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |