'আজ দু'জনকে ঘিরে যেনো ভালোবাসার বাগান রচিত হয়েছে। দু'জনকে ভালোবাসায় সিক্ত করেছেন চাঁদপুরবাসী।' চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসান এ জেলার দুই কৃতী সন্তানকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে এমনই দু'টি বাক্য উচ্চারণ করলেন। এ দুই কৃতী সন্তান হচ্ছেন ডাঃ দীপু মনি এমপি এবং আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঈনুল হাসান আরো বলেন, আমাদের জাতীয় সংগীতের শেষ লাইন 'মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি' কথাটি তখনই স্বার্থক হবে; যখন আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ থেকে সমাজকে মুক্ত করবো। আর আজ এ প্রতিজ্ঞা নিয়েই আমরা এই মাঠ ত্যাগ করবো। চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজর | ৫:০৮ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২২ |
মাগরিব | ৬:০৩ |
এশা | ৭:১৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৫-সূরা ফাতির
মৃত্যুবরণ করার চেয়ে কষ্ট ভোগ করে বেঁচে থাকার জন্যে অধিক সাহসের প্রয়োজন। যিনিই বিশ^মানবের কল্যাণ সাধন করেন তিনিই সর্বশ্রেষ্ঠ মানুষ। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |