থানায় যে সকল পুলিশ থাকে তাদের কর্মকা-ের উপর পুলিশের সুনাম নির্ভর করে। পুলিশিংয়ের মূল কেন্দ্র হচ্ছে থানা। মানুষের প্রত্যাশার মূল হচ্ছে থানা। সাধারণ মানুষ থানায় আসে প্রত্যাশা নিয়ে। সে প্রত্যাশা নিশ্চিত করতে হবে। এ কথাগুলো বলেন বাংলাদেশ পুলিশে সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) চাঁদপুরের কৃতী সন্তান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
তিনি গতকাল চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব বলেন। তিনি আরও বলেন, আমি চাই মানুষ পুলিশকে সম্মান করবে মন থেকে, ভয় থেকে নয়। পুলিশের দায়িত্ব পালনে কোনো অবহেলা হলে তার দায়িত্ব অবশ্যই তাকেই নিতে হবে।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম-এর সভাপ্রধানে ও সহকারী পুলিশ সুপার মতলব উত্তর দক্ষিণ সার্কেল রাজন কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির-উচ-জামান বিপিএম পিপিএম।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফজর | ৫:০৮ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২২ |
মাগরিব | ৬:০৩ |
এশা | ৭:১৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৫-সূরা ফাতির
মৃত্যুবরণ করার চেয়ে কষ্ট ভোগ করে বেঁচে থাকার জন্যে অধিক সাহসের প্রয়োজন। যিনিই বিশ^মানবের কল্যাণ সাধন করেন তিনিই সর্বশ্রেষ্ঠ মানুষ। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |