হাজীগঞ্জের যুবধারা সমবায় সমিতির রাজারগাঁও শাখার মেয়াদোত্তীর্ণ ডিপিএস ও এফডিআর সদস্যদের মাঝে মূলধন ও লভ্যাংশসহ অর্ধকোটি টাকা পরিশোধ করা হয়েছে। গত শনিবার রাজারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১শ' ৭২ জন সদস্যের মাঝে মেয়াদোত্তীর্ণ ডিপিএস ও এফডিআরের টাকা পরিশোধের চেক বিতরণ করা হয়। যার মধ্যে এফডিআর বাবদ ১৫ জন ও ডিপিএস বাবদ ১শ' ৫৭ জনকে চেক বুঝিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউপির সাবেক চেয়ারম্যান এমএ নাফের শাহ। যুবধারা সমবায় সমিতি লিঃ-এর পরিচালক জুলহাস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আলো রাণী সরকার, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মানিক চৌধুরী, সমাজসেবক মোঃ খোরশেদ আলম প্রমুখ।
যুবধারা সমবায় সমিতি লিঃ-এর রাজারগাঁও শাখা ব্যবস্থাপক মোঃ আল-আমিনের সার্বিক ব্যবস্থপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবধারা'র অডিট কর্মকর্তা মুনি্ন হোসাঈন, বাকিলা বাজার শাখা ব্যবস্থাপক মেহেদী হাছান আরিফ, বাবুরহাট শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম, চাঁদপুর শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন ও রাজারগাঁও শাখার ক্যাশিয়ার রবিউল আলমসহ অন্য কর্মকর্তাগণ। এ সময় যুবধারা রাজারগাঁও শাখার সদস্যগণ উপস্থিত ছিলেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৭- সূরা আস-সাফফাত ১৮২ আয়াত, ৫ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৩২। আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম। ৩৩। তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে। ৩৪। অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি। ৩৫। তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন
উৎকৃষ্ট বীজ থেকেই উত্তম বৃক্ষ জন্ম নেয়। -জনগে।
পিতার আনন্দে খোদার আনন্দ এবং পিতার অসন্তুষ্টিতে খোদার অসন্তুষ্টি
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |