ফজর | ৫:০৮ |
যোহর | ১১:৫১ |
আসর | ৩:৩৭ |
মাগরিব | ৫:১৬ |
এশা | ৬:৩৩ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৮-সূরা ছোয়াদ বক্তৃতা ছোট হোক কিন্তু তার বক্তব্য সুস্পষ্ট এবং বোধগম্য হওয়া চাই। -স্টিন। নীরবতাই শ্রেষ্ঠতম এবাদত। |
ইকবাল হোসেন (২৬) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। ২১ মে সোমবার রাতে সে কীটনাশক পান করলেও গতকাল মঙ্গলবার দুপুরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মারা যাওয়া যুবকের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শাশিয়াখালী গ্রামে।
ইকবাল হোসেনের পিতা আবু ছায়েদ মুন্সী জানান, সোমবার রাতে ইকবাল সকলের অগোচরে কীটনাশক পান করে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে রাতেই ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএবং পরে অবস্থার পরিবর্তন না হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানেও অবস্থার পরিবর্তন না হওয়ায় মঙ্গলবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুবরণ করে।
তিনি আরো জানান, অভাব অনটন ও সাংসারিক ঝামেলার কারণে সে মানসিক অস্থিরতায় ভুগছিলো। এদিকে স্থানীয় লোকজন জানায়, ইকবাল হোসেন কিছুটা উচ্ছৃঙ্খল স্বভাবের ছিলো।
পুলিশ সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে ইকবালের লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করেছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্য মামলা দায়ের হয়েছে বলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানিয়েছেন।
হ্যাঁ | না | মতামত নেই |