ফজর | ৫:১১ |
যোহর | ১২:১৩ |
আসর | ৪:২১ |
মাগরিব | ৬:০১ |
এশা | ৭:১৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩৯-সূরা আয্-যুমার
আস্থা ছাড়া বন্ধুত্ব থাকতে পারে না।
যে পরনিন্দা গ্রহণ করে সে নিন্দুকের অন্যতম। |
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এ উল্লেখিত ভোক্তাদের কী ধরনের অধিকার রয়েছে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সোমবার বিকেলে এ সম্পর্কে সচেতনতামূলক পথসভা করেন। বিশেষ করে সাধারণ ভোক্তাদের কিভাবে সচেতন করে তোলা যায় সে ব্যাপারে আলোচনা করেন।
বিভিন্ন দোকানে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো পণ্য যাতে বাজারে বিক্রি না হয় এবং পরিমাপে কারচুপি ঠেকানোর বিষয়ে আলোচনার পাশাপাশি হোটেল রেস্তোরাঁগুলোতে যেনো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সে ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। আইনটি সম্পর্কে আরো বেশি সচেতনতা সৃষ্টিতে প্রতিটা বাজারে এই ধরনের সভার উপর গুরুত্বারোপ করেন।
ইউএনও শারমিন আক্তার বলেন, কোনো ব্যবসায়ী ক্রেতাদের ঠকিয়ে ব্যবসা করলে আর তা আমার নজরে আসলে মোবাইল কোর্টের আওতায় এনে সাজা প্রদান করা হবে। ব্যবসা হালাল জিনিস, কেউ বেশি মুনাফার আশায় ব্যবসাকে হারাম করবেন না।
সভায় এ সময় উপস্থিত ছিলেন ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, কালিপুর বাজার কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল, কালিপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান ঢালী, ইউপি সদস্য হারুন অর রশিদ, বাচ্চু মিয়াজী, ইউএনও অফিস সহকারী আবুল কাশেমসহ বাজারের ব্যবসায়ী ও ক্রেতাবৃন্দ।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |