ফজর | ৫:১০ |
যোহর | ১২:১৩ |
আসর | ৪:২১ |
মাগরিব | ৬:০১ |
এশা | ৭:১৪ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪৬-সূরা আহ্কাফ
assets/data_files/web
প্রশংসা হচ্ছে আদর্শের ছায়া।
যে পরনিন্দা গ্রহণ করে সে নিন্দুকের অন্যতম। |
হাজীগঞ্জ উপজেলার প্রাথমিকে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদেরকে পুরস্কৃত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত সোমবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমমি, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষক কর্মকর্তা ও ঝরেপড়ার হার রোধকল্পে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।
এতে শ্রেষ্ঠ শিক্ষক তুহিন হায়দার, শ্রেষ্ঠ শিক্ষিকা রোকেয়া সুলতানা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসির সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী আনিসুর রহমান মজুমদার, শ্রেষ্ঠ কাব শিক্ষক মোহাম্মদ মাসুদ হোসেন, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও ঝরেপড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
উপজেলা শিক্ষক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল সরকারের সভাপ্রধানে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সরোয়ার জাহান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম মিজানুর রহমান, আফতাবুল ইসলাম, নাসরিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক তফাদার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এ সময় উপজেলার অন্য সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হ্যাঁ | না | মতামত নেই |
মুদ্রা | বিক্রয় | ক্রয় |
ইউএস ডলার | ৭৯.৯৫ | ৭৮.০০ |
ইউরো | ৮৭.৭৫ | ৮৫.৪০ |
ব্রিটিশ পাউন্ড | ১১০.৭৩ | ১০৮.২৯ |
ভারতীয় রুপি | ১.১৬ | ১.০৬ |
জাপানি ইয়েন | ০.৭০ | ০.৬৯ |
অস্ট্রেলিয়ান ডলার | ৫৭.১১ | ৫৫.৮৮ |
কানাডিয়ান ডলার | ৫৮.০২ | ৫৬.৭৯ |
সিঙ্গাপুর ডলার | ৫৬.৭৭ | ৫৫.৫৬ |
সৌদি রিয়াল | ২১.২২ | ২০.৬৯ |
মালয়শিয়ান রিঙ্গিত | ১৮.৯২ | ১৮.৫০ |
ইউএই দিরহাম | ২১.৬৭ | ২১.১৩ |
সুইস ফ্রাংক | ৮০.৪৮ | ৭৮.৭২ |
কুয়েতি দিনার | ২৫৮.২০ | ২৪৮.০০ |