আবারো চাঁদপুর জেলার সর্বোচ্চ করদাতার সম্মাননা স্মারক পেলেন বিশিষ্ট শিল্পপতি শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান আব্দুল হান্নান। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো এ সম্মানে ভূষিত হলেন। সোমবার হোটেল নূরজাহানে কুমিল্লা কর অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। ২০১৭-১৮ করবর্ষে চাঁদপুর জেলার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হিসেবে আব্দুল হান্নানকে সম্মাননা স্মারক এবং সনদ তুলে দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ভঁূইয়া, কমিশনারেট মোঃ মাহবুবুজ্জামান ও কামরুল হাসান।
আব্দুল হান্নান শাহরাস্তি উপজেলার সুয়াপাড়া গ্রামের মৃত সাদেক আলী ও আমেনা খাতুনের সন্তান। তিনি হাজীগঞ্জ উপজেলার এইচবি সিএনজি এন্ড ফিলিং স্টেশন ও হাজীগঞ্জ ফিলিং স্টেশন শাহরাস্তি উপজেলার হান্নান ফিলিং স্টেশন, সিএনজি গ্যাস ও এলপি গ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। আব্দুল হান্নান শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। তিনি হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার সম্পাদকম-লীর সভাপতি, শাহরাস্তি উপজেলার বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি হাজীগঞ্জ উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সর্বোচ্চ করদাতা আব্দুল হান্নান বলেন, আয় থেকে কর দেয়া আমাদের দায়িত্ব। কর বিভাগ কর্তৃক এই সম্মাননা দেয়ায় কর প্রদানে আরো অনেকে উৎসাহিত হবে বলে আমার বিশ্বাস। সকলের উচিত যথাসময়ে কর প্রদান করা।
ফজর | ৪:১৪ |
যোহর | ১১:৫৮ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৫ |
এশা | ৭:৪১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪৪-সূরা দুখান ৫৯ আয়াত, ৩ রুকু, 'মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২২। অতঃপর মূসা তাহার প্রতিপালকের নিকট আবেদন করিল, ইহারা তো এক অপরাধী সম্প্রদায়। ২৩। আমি বলিয়াছিলাম, 'তুমি আমার বান্দাদিগকে লইয়া রজনী যোগে বাহির হইয়া পড়, তোমাদের পশ্চাদ্ধাবন করা হইবে। ২৪। সমুদ্রকে স্থির থাকিতে দাও, উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবে। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন
যারা যত বেশি টাকার পেছনে ছোটে, তারা জীবনে ততটাই অসুখী হয়। -সৌরভ মাহমুদ।
নামাজে তোমাদের কাতার সোজা কর, নচেৎ আল্লাহ তোমাদের অন্তরে মতভেদ ঢালিয়া দিবেন। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |