শাহরাস্তি উপজেলার সূচিপাড়া এলাকায় এএসএস ব্রিক্স ফিল্ডের উদ্বোধন করা হয়েছে। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। ব্রিক্স ফিল্ড উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্রিক্স ফিল্ডের স্বত্বাধিকারী মোঃ আকতার হোসেন চৌধুরী, শাহ জাহান মজুমদার সাজু, সাহাব উদ্দিন, ব্যবসায়ী মকবুল আহম্মেদ, মোঃ হনিফ, সিরাজুল ইসলাম, প্রমুখ। আকতার হোসেন চৌধুরী জানান, এ জায়গায় একটি পরিত্যক্ত ব্রিক্স ফিল্ড ছিল। এখানে ইট তৈরি না হওয়ায় বহু শ্রমিক বেকার হয়ে পড়ে। বর্তমানে এটি আবার চালু হওয়ায় এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তিনি সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্যে সকলের দোয়া চেয়েছেন।
ফজর | ৪:১৪ |
যোহর | ১১:৫৮ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৫ |
এশা | ৭:৪১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪৪-সূরা দুখান ৫৯ আয়াত, ৩ রুকু, 'মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২২। অতঃপর মূসা তাহার প্রতিপালকের নিকট আবেদন করিল, ইহারা তো এক অপরাধী সম্প্রদায়। ২৩। আমি বলিয়াছিলাম, 'তুমি আমার বান্দাদিগকে লইয়া রজনী যোগে বাহির হইয়া পড়, তোমাদের পশ্চাদ্ধাবন করা হইবে। ২৪। সমুদ্রকে স্থির থাকিতে দাও, উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবে। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন
যারা যত বেশি টাকার পেছনে ছোটে, তারা জীবনে ততটাই অসুখী হয়। -সৌরভ মাহমুদ।
নামাজে তোমাদের কাতার সোজা কর, নচেৎ আল্লাহ তোমাদের অন্তরে মতভেদ ঢালিয়া দিবেন। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |