মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রত্যেকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। গত ১৮ মে ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ২০ মে ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। এ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তন্মধ্যে ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৪ জন প্রার্থী হওয়ায় এবং একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন : মোঃ জিয়াউর রহমান, ডাঃ আবু জাফর মাঈন উদ্দিন, মোঃ সালে মুসা প্রধানীয়া ও মোঃ তাজুল ইসলাম। দাতা সদস্য হন নূরজাহান বেগম। শিক্ষক প্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন : আবু সাঈদ ও জহিরুল ইসলাম এবং মহিলা অভিভাবক প্রতিনিধি পদে সালমা বেগম। মহিলা শিক্ষক প্রতিনিধি পদে তাসলিমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আগামী ৩০ মে অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। উক্ত পদে একাধিক প্রার্থী না থাকায় প্রার্থীরা আগাম নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান। তিনি জানান, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, মহিলা অভিভাবক প্রতিনিধি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা সকলে নির্বাচিত হয়েছেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫০-সূরা কাফ্
assets/data_files/web
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |