ফজর | ৫:০৮ |
যোহর | ১১:৫১ |
আসর | ৩:৩৭ |
মাগরিব | ৫:১৬ |
এশা | ৬:৩৩ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৯-সূরা হাশ্র ২৪ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৪। ইহা এইজন্য যে, উহারা আল্লাহ ও তাঁহার রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছিল, এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর।
assets/data_files/web
আকৃতি ভিন্ন ধরনের হলেও গৃহ গৃহই। -এন্ড্রি উল্যাং।
স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ।
|
রোববার মতলব উত্তর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭-এর ২য় দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টার খেলায় এখলাছপুর ইউনিয়ন ৫-০ গোলের ব্যবধানে বাগানবাড়ি ইউনিয়নকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন ইবনাল মঈন আহমেদ রিপন। সহকারী রেফারী ছিলেন বজলুল গনি এবং শরীফুল ইসলাম। বেলা ৩টার খেলায় সাদুল্যাপুর ইউনিয়ন টাইব্রেকারে মোহনপুর ইউনিয়নকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে সাদুল্যাপুর জয়লাভ করে। খেলা পরিচালনা করেন জাকির হোসেন, সহকারী রেফারী ছিলেন বজলুল গনি এবং শরীফুল ইসলাম।
বিকেল ৫টার খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ফরাজীকান্দি ইউনিয়ন ৫-৩ গোলের ব্যবধানে কলাকান্দা ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন ইবনাল মঈন আহমেদ রিপন। সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন বজলুল গনি এবং শরীফুল ইসলাম। খেলায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একে আজাদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর থানার এসআই সালাউদ্দিন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হ্যাঁ | না | মতামত নেই |