৪৮তম জাতীয় গ্রীষ্মকালীন (স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা) খেলাধুলায় বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি বালিকা দল চাঁদপুর সদর উপজেলায় হ্যান্ডবল প্রতিযোগিতায় বালিকা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে। এর আগে রোববার বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি বালিকা দল প্রতিযোগিতার ১ম পর্বে চাঁদপুর লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় দলকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে। পরদিন সোমবার সকালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।
একাডেমির বালিকা দলের এ গৌরব অর্জনে একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, আমি লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষার সকল কার্যক্রম একাডেমির শিক্ষার্থীদের জন্যে চালু রেখেছি। যাতে প্রত্যেক শিক্ষার্থী আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে। একাডেমির চেয়ারম্যান ছাড়াও বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন একাডেমির কার্যনির্বাহী সদস্যবৃন্দ, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। একাডেমির হয়ে যারা খেলায় অংশ নিয়েছেন তারা হলেন : আয়েশা আক্তার নোভা, নূরজাহান আক্তার মিলা, সুমাইয়া আক্তার শারমিন, মিতু আক্তার, আছমা আক্তার, ইতি আক্তার, পিংকি আক্তার, সুরাইয়া আক্তার পূর্ণিমা, আফসানা আক্তার জেরিন, খাদিজা আক্তার অপু ও তানজিনা আক্তার।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলাধীন মৈশাদী গ্রামে ২০১৬ সালে প্রতিষ্ঠিত বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির শিক্ষার্থীরা ২০১৮ সালে কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতায় একক ও দৈত চ্যাম্পিয়ন হয় এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হয়। একই বছর (২০১৮) ছেলেরাও কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতায় রানার্স আপ হয় এবং ২০০০ সালেও রানার্স আপ হয়।
ফজর | ৪:১৯ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৩ |
এশা | ৭:৩৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৭। তাহাদের উপমা, যেমন এক ব্যক্তি অগি্ন প্রজ্বলিত করিল; উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করিল আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদিগকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন, তাহারা কিছুই দেখিতে পায় না_
assets/data_files/web
নত হই ছোট নাহি হই কোনমতে। _রবীন্দ্রনাথ ঠাকুর/কণিকা। নারী পুরুষের যমজ অর্ধাঙ্গিনী।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |