মতলব উত্তরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওসি মোঃ মিজানুর রহমানের নির্দেশে এসআই মোঃ নাহিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার উত্তর সরদার কান্দিতে অভিযান চালান।
এ সময় ওই গ্রামের পাকা সড়ক থেকে মোঃ নাছির মিজি (৩৯)কে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী নাছির মিজি এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের আড়ালে সে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আসামীকে গ্রেফতারের পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে বলে জানায় পুলিশ।
এদিকে একই রাতে এসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্স এলাকার মোস্তফাপুর নামক এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় মুক্তিরকান্দী গ্রামের বিল্লাল হোসেন মাঝি (৪২) ও উত্তম চন্দ্র বিশ্বাস (৩৫)কে গ্রেপ্তার করেন।
এ সময় তাদের সাথে থাকা ৫২টি জুয়া খেলার কার্ড, ৯টি ১০ টাকার নোট, ১টি ২০ টাকার নোট, ৫টি ৫০ টাকার নোট, ২টি ১০০ টাকার নোটসহ সর্বমোট ৫৫০ টাকা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার আটকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফজর | ৪:১৯ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৩ |
এশা | ৭:৩৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৭। তাহাদের উপমা, যেমন এক ব্যক্তি অগি্ন প্রজ্বলিত করিল; উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করিল আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদিগকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন, তাহারা কিছুই দেখিতে পায় না_
assets/data_files/web
নত হই ছোট নাহি হই কোনমতে। _রবীন্দ্রনাথ ঠাকুর/কণিকা। নারী পুরুষের যমজ অর্ধাঙ্গিনী।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |