ফরিদগঞ্জে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ-এর আয়োজনে ব্যবসা উন্নয়ন সভা ও চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিগণ গ্রাহকদের মধ্যে ৬ জনকে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ-এর ফরিদগঞ্জ কার্যালয়ে মোঃ ইকবাল-বিন-বাশারের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ-এর সিনিয়র ডিএমডি মিজানুর রহমান মিজান। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের জীবনে ইনসিওরেন্স একটি সফলতার অংশ হিসেবে কাজ করে। বাংলাদেশে এখনো অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা মধ্যবয়স্ক হলেই ২০-৩০ হাজার টাকার প্রয়োজন হলে এনজিওর আশ্রয় নেয়া ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা থাকে না। কিন্তু যখন তাদের আয় থাকে তখন মাসে বা বছরে যদি ছোট একটি বীমাও থাকে তাহলে তাদের আর কারো কাছে হাত পেতে নিজেকে ছোট করার প্রয়োজন হয় না।
তিনি আরো বলেন, বীমাতে এমন একটা সময় ছিলো কিছু অসাধু কর্মীর কারণে গ্রাহকের জমানো টাকা ঠিকমতো পেতো না। বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের ছোঁয়া পেঁৗছে দিতে বীমা খাতগুলোকে ডিজিটালের আওতায় নিয়ে এসেছে। এখন মোবাইল ফোনের মাধ্যমে, বিকাশের মাধমে, রকেটের মাধ্যমেও বীমাতে টাকা জমা করা যায়। তাই আগের মতো আর হয়রানি হতে হয় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনসিওরেন্সের এএমডি সাংবাদিক কেএম হাছান, এএমডি বাহাদুর খান বাহার, সাংবাদিক এমকে মানিক পাঠান, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মোঃ সোহেল রানা, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মতি সংসদের সভাপতি আবুল হাসনাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সাদ্দাম হোসেন রুবেল ইউএম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জসিম উদ্দিন, পারভীন আক্তার, মোঃ সুমন, জাকির হোসেন প্রমুখ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০২ |
মাগরিব | ৫:৪০ |
এশা | ৬:৫৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
assets/data_files/web
মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। - শেখ সাদী।
একজন খাঁটি মুসলমান কাবাঘর হইতে উত্তম।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |