ফজর | ৫:০৭ |
যোহর | ১১:৫১ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩৩ |
সৌজন্যে- হোটেল অস্টার ইকো
কলাতলী, কক্সবাজার
মুঠোফোন : ০১৭৭৭৬৩১৬৯১, ১৮১২৫১৬৫৯০
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৯-সূরা হাশ্র ২৪ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২। তিনিই কিতাবীদের মধ্যে যাহারা কাফির তাহাদিগকে প্রথম সমবেতভাবে তাহাদের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন। তোমরা কল্পনাও কর নাই যে, উহারা নির্বাসিত হইবে এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গগুলি উহাদিগকে রক্ষা করিবে আল্লাহ হইতে; কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যাহা ছিল উহাদের ধারণাতীত এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল। উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়ি-ঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও; অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।
assets/data_files/web
ভালোবাসা মানুষকে শিল্পী করতে পারে কিন্তু প্রাচুর্য বাধার সৃষ্টি করে। -ওয়াশিংটন অলস্টন।
কৃপণতা একটি ধ্বংসকারী স্বভাব, ইহা মানুষকে দুনিয়া এবং আখেরাতের উভয় লোকে ক্ষতিগ্রস্ত করে।
|
কচুয়া উাজেলার হাসিমপুর মিয়ার বাজারে জশনে জুলুছ উদযাপন কমিটির উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মিয়ার বাজারে অবস্থিত হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোটর শোভাযাত্রা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। জশনে জুলুছ উদ্যাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব শাহসুফী মোঃ আঃ হান্নান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হাই মুন্সী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম আল মাইজভান্ডারী ও মিজানুর রহমানসহ জশনে জুলুছ উদ্যাপন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ কাজী মুহাম্মদ আল ইমরান ও মাওঃ মুফতি ওমর ফারুক শাহজী। উপস্থিত ছিলেন হারিচাইল মুন্সী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ শাহ আলম আলক্বাদেরী, মাওঃ বশির উল্লাহ মিয়াজী প্রমুখ।
উল্লেখ্য, হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোটর শোভাযাত্রাটি মিয়ার বাজার হয়ে রহিমানগর উত্তর বাজার সাতবাড়িয়া সড়ক দিয়ে কুমিল্লা জেলার বরুড়া ও চান্দিনা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে একই বিদ্যালয় মাঠে এসে উল্লেখযোগ্য সংখ্যক মুসুলি্লর উপস্থিতি আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।
হ্যাঁ | না | মতামত নেই |