চাঁদপুরে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে পাইকারী ও খুচরা বাজার পর্যবেক্ষণে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ ও জেলা মার্কেটিং অফিস যৌথ অভিযান চালিয়েছে। ১৮ নভেম্বর শনিবার সকালে জেলার প্রধান পাইকারী বাজার পুরাণবাজারের মসজিদ পট্টি, আড়ৎপট্টিতসহ শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহামদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন, এনএসআই চাঁদপুর উপ-পরিচালক মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান, জেলা মার্কেটিং অফিসার এএনএম রেজাউল করিম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম উদ্দিন।
জেলা মার্কেটিং অফিসার এএনএম রেজাউল করিম জানান, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ ও জেলা মার্কেটিং অফিস যৌথ অভিযান চালায়। এ সময় পুরাণবাজার আড়ৎপট্টিতে সকল আড়তদারকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করতে হুঁশিয়ার করে দেয়া হয়। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রিতে ব্যবসায়ীদের কোনো কারসাজি সহ্য করবে না প্রশাসন।
তিনি আরও জানান, বর্তমানে নতুন পেঁয়াজ ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে।
গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ দেড়শ' টাকা থেকে দুইশ টাকায় বিক্রি হচ্ছে।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৫৮-সূরা মুজাদালা ২২ আয়াত, ৩ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ০৪। কিন্তু যাহার এ সামর্থ্য থাকিবে না, একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাদিক্রমে দুই মাস সিয়াম পালন করিতে হইবে; যে তাহাতেও অসমর্থ, সে ষাটজন অভাবগ্রস্তকে খাওয়াইবে; ইহা এইজন্য যে, তোমরা যেনো আল্লাহর ও তাহার রাসূলে বিশ্বাস স্থাপন করো। এইগুলি আল্লাহর নির্ধারিত বিধান; কাফিরদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি।
খাদ্য খাওয়া ও খাওয়ানোর চেয়ে খাদ্য উৎপাদনই মহত্তর কাজ। -তাবিব।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, মানুষের মধ্যে তিনি উত্তম পুরুষ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |