চাঁদপুর শহরের পুরাণবাজারে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল- আমিন খান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৪ মে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ মাসুদের নেতৃত্বে এসআই লিটন চন্দ্র সিংহ,এএসআই শ্রীবাস,মোরশেদসহ সঙ্গিয় ফোর্স ওচমানিয়া মাদরাসা সংলগ্নমেয়র রোডের পাশ থেকে তাকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮৩০ টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
আটক আল-আমিন মজিদ খানের ছেলে। এর আগেও সে ইয়াবাসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল খেটেছে।
ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাসুদ
বলেন, ‘মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন এবং ইয়াবা,ইয়াবা বিত্রির টাকা এবং সেবন সরঞ্জামাদিসহ তাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
ফজর | ৫:০৮ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২২ |
মাগরিব | ৬:০৩ |
এশা | ৭:১৫ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৬৯-সূরা হাক্কা : ৫২ আয়াত, ২ রুকু, মক্কী ১৬। এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিশ্লিষ্ট হইয়া পরিবে। ১৭। ফিরিশ্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊধর্ে্ব।
বেদনা হচ্ছে পাপের শাস্তি। -বুদ্ধদেব।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |