মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ম্যাক্স ভিআইপি হস্পিটালের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় নারায়ণপুরবাজারস্থ নাহার প্লাজায় এ হস্পিটালের উদ্বোধন করা হয়। হস্পিটালের চেয়ারম্যান ডাঃ কাউছার আহমেদ কায়েছের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। উদ্বোধনী বক্তব্য রাখেন হস্পিটালের ব্যবস্থাপনা পরিচালক শেখ ওমর ফারুক শাহীন।
ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হস্পিটালের পরিচালক মোঃ জসিমউদ্দিন বেপারী। এ সময় প্রজেক্টরের মাধ্যমে ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড দ্বারা উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কৌশল উপস্থাপন করেন শেখ ওমর ফারুক শাহীন। অনুষ্ঠানে নারায়ণপুরের অরাজনৈতিক সংগঠন সাইরেন হাসপাতালে বেশকিছু পিপিই প্রদান করেন। পরে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে ম্যাক্স ভিআইপি হস্পিটালের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মাসুম বিল্লাহ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪২ |
এশা | ৬:৫৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭৬-সূরা দাহ্র বা ইন্সান ৩১ আয়াত, ২ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২৭। উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করিয়া চলে। ২৮। আমি উহাদিগকে সৃষ্টি করির্য়ািছ এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি। আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করিব।
অতি মাত্রায় বাস্তববাদী লোকেরা সচ্ছলতা পায় কিন্তু সব সময় শান্তি পায় না। -জর্জ গ্রানভিল।
সেই ব্যক্তি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সে স্বল্পাহারে সন্তুষ্ট থাকে, অল্প হাসে এবং লজ্জাস্থান ঢাকিবার উপযোগী বস্ত্রে পরিতুষ্ট।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |