হাইমচরে আল-মদিনা ইসলামী পাঠাগারের নবাগত নির্বাহী পরিষদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উত্তর-পূর্ব গ-ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তনু মিয়া মিজির সভাপ্রধানে ও পাঠাগারের পরিচালক মাওঃ মোঃ হাসান উদ্দিন (তানভীর)-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুল সাত্তার গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃ মোঃ ফারুকুল ইসলাম, আঃ মালেক ভঁূইয়া, আজিজুর রহমান, মাসুদ গাজী, ইব্রাহিম গাজী প্রমুখ।
অনুষ্ঠাানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মাঈনুদ্দিন মিজি, সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, মোঃ আলম গাজী, সাধারণ সম্পাদক আনছার বেপারী, সহ-সাধারণ সম্পাদক মোবারক মিজি, আব্দুর রহমান, ক্যাশিয়ার রাসেল হোসেন জুমন, সহকারী ক্যাশিয়ার আল-আমিন মিজি, আরিফ হোসাইন চকিদার, লাইব্রেরিয়ান হাসান বেপারী, সহ-লাইব্রেরিয়ান এমরান হোসেন, ইব্রাহিম গাজী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আরিফ হোসাইন মিজি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাঈনউদ্দিন গাজী, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ হাজী, মোঃ মোক্তার বেপারী, প্রচার সম্পাদক জিসান হাজী, সহ-প্রচার সম্পাদক রিয়াদ মিজি, নাজমুল হাসানসহ পাঠাগারের নেতৃবৃন্দ।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৯ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৪ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭৬-সূরা দাহ্র বা ইন্সান ৩১ আয়াত, ২ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২৭। উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করিয়া চলে। ২৮। আমি উহাদিগকে সৃষ্টি করির্য়ািছ এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি। আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করিব।
অতি মাত্রায় বাস্তববাদী লোকেরা সচ্ছলতা পায় কিন্তু সব সময় শান্তি পায় না। -জর্জ গ্রানভিল।
সেই ব্যক্তি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সে স্বল্পাহারে সন্তুষ্ট থাকে, অল্প হাসে এবং লজ্জাস্থান ঢাকিবার উপযোগী বস্ত্রে পরিতুষ্ট।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |