চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি পর্ব হিসেবে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব ও চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১০টায় চাঁদপুর রোটারী ভবনে ঐ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর উদ্যাপন কমিটির আহ্বায়ক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান পিপি কাজী শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাসির উদ্দিন খান, সেক্রেটারী রোটারিয়ান অ্যাডঃ নজরুল ইসলাম, পার্টনার ইন সার্ভিস কমিটি (চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাব)-এর চেয়ারম্যান ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন এবং পার্টনার ইন সার্ভিস কমিটি (চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব)-এর চেয়ারম্যান রোটারিয়ান নাজিমুল ইসলাম এমিল।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারিয়ান অ্যাডঃ পলাশ মজুমদার, রোটারিয়ান অধ্যাপক হাবিবুর রহমান পাটওয়ারী, রোটারিয়ান শাহিন আক্তার, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান রোটার্যাক্টর পিপি আল-আমিন ও চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান রোটার্যাক্টর পিপি সৈকত পাল প্রমুখ।
যৌথ সভার প্রারম্ভ ঘোষণা করেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ দেলোয়ার হোসেন সুমন। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রোঃ সাইফুল ইসলাম রনি, সাবেক সভাপতি রোঃ রেজাউল ইসলাম রকি, সেক্রেটারী রোঃ কাজী আজিজুল হাকিম, চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রোঃ প্রশান্ত কুমার সাহা নিশান, জয়েন্ট সেক্রেটারী খান আতাউর রহমানসহ দুই ক্লাবের সদস্যবৃন্দ। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন সুমন সভার সমাপ্তি ঘোষণা করেন।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০১ |
মাগরিব | ৫:৪০ |
এশা | ৬:৫৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭৮-সূরা নাবা' ৪০ আয়াত, ২ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৩৩। সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। ৩৪। এবং পূর্ণ পানপাত্র। ৩৫। সেথায় তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য; ৩৬। ইহা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের,
সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। -শেক্সপিয়ার।
নম্রতায় মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় আর কড়া মেজাজ হলো আয়াসের বস্তু অর্থাৎ বড় দূষণীয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |