মতলব উত্তরের সুগন্ধি গ্রামে মসজিদ ও মাদ্রাসার জন্যে জমি দিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা, অবিভক্ত মতলব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও '৯০-এর গণআন্দোলনের সাবেক ছাত্রনেতা, মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার ওবাইদুর রাহমান টিপু। পৈত্রিক সূত্রে এ সম্পত্তির মালিক হন তিনি।
২৪ অক্টোবর শনিবার দুপুরে নিজ গ্রামের মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট ওয়াক্ফ্ রেজিস্ট্রিকৃত ৯ শতাংশ জমির দলিল তুলে দেন। এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেন এ নেতা।
এ সময় উপস্থিত ছিলেন আবদুল মান্নান লস্কর, হান্নান লস্কর, বোরহান উদ্দিন ফরাজী, আবু সাঈদ ও আবু তাহের সুমন, সুগন্ধি গ্রামের সরকার বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ব্যারিস্টার টিপু বলেন, বায়তুস শরীফ জামে মসজিদ নির্মাণের জন্য আমাদের পক্ষ থেকে ৯ শতাংশ জমি দেয়া হয়েছে। মাদ্রাসার কাজ হাতে নিয়েছি। সরকার বাড়ির পক্ষ থেকে আমরা এলাকার জন্য কিছু করতে চাই, যা চিরকাল স্মৃতি হয়ে থাকবে। দানের মাধ্যমে আল্লাহতায়ালার দেয়া সম্পদের শোকরিয়া আদায় করা হয়। এতে সম্পদ বৃদ্ধি পায়, গরীব ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শিত হয়।
তিনি আরো বলেন, ইসলামি জীবন ব্যবস্থায় দান বা সদকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দান করা একটি মহান ইবাদত। এই ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য যতটা সহজে লাভ করা যায়, অন্য কোনো ইবাদত দ্বারা ততটা সহজে লাভ করা কঠিন।
ফজর | ৪:২৩ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২১ |
এশা | ৭:৩৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭৯-সূরা নাযি 'আত ৪৬ আয়াত, ২ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে। ৬। সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করিবে, ৭। উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি, ৮। কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
যারা কখনো ক্ষতিগ্রস্ত হতে চায় না, তারা কোনোদিন লাভবান হতে পারে না। -ডেভিড জেফারসন।
কাউকে অভিশাপ দেওয়া সত্যপরায়ণ ব্যক্তির উচিত নয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |