শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দিন পুরাণবাজার হরিজন কলোনীর শিব মন্দিরে অনুষ্ঠিত সার্বজনীন দুর্গা পূজা কমিটির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর শুক্রবার মহাসপ্তমী পূজা শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বিস্কুট খেলা, শঙ্খ, উলুধ্বনি, ধর্মীয় সঙ্গীত, গীতা পাঠসহ বিভিন্ন প্রতিযোগিতায় ছোট ছোট ছেলে-মেয়েসহ নারীগণ বৈরী আবহাওয়া উপেক্ষা করে অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা। এ সময় উপস্থিত ছিলেন হরিজন কলোনী শিবমন্দিরের সভাপতি শিবু কুমার দাস, হরিজন কলোনী সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি কৈলাস দাস, সহ-সভাপতি গঙ্গা হরিজন, অমল দাস, শ্যামল দাস, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, কোষাধ্যক্ষ খোকন দাস, সাবেক কোষাধ্যক্ষ হীরা সরকার মুন্না, নন্দ কিশোর, সদস্য রনি দাস প্রমুখ।
সকল অনুষ্ঠান জুড়েই ছিলো তাদের মাঝে শারদীয় উৎসবের আনন্দ। সন্ধ্যায় পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় আরতী প্রতিযোগিতা। দিনব্যাপী বৃষ্টি হওয়ায় দর্শনার্থীদের তেমন উপস্থিতি চোখে না পড়লেও সন্ধ্যার দিকে বৃষ্টি কমে যাওয়ায় কিছু কিছু দর্শনার্থী পূজা মণ্ডপে প্রতিমা দর্শনে ছুটে আসেন। আর এ সকল দর্শনার্থীকে স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে ঢুকতে সহায়তা করেন হরিজন পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবক কর্মীরা। তাদের সকলের বুকেই ঝুলছিল তাদের স্ব স্ব নাম ঠিকানা, ছবি সম্বলিত পরিচয়পত্র। যা জেলা শহরের অন্যান্য পূজা মণ্ডপে তেমন করে দেখা যায়নি। নিরাপত্তার স্বার্থে সকল পূজা মণ্ডপে পরিচয়পত্র সম্মলিত স্ব স্ব স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের জন্যে জেলা প্রশাসনসহ জেলা পূজা উদ্যাপন পরিষদের নির্দেশনা থাকলেও তা অন্যান্য পূজা মণ্ডপে তেমন করে চোখে পড়েনি। পুরাণবাজার হরিজন কলোনী সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি কৈলাস দাস ও সাধারণ সম্পাদক প্রদীপ দাস জানান, আমরা এ বছর শারদীয় উৎসবের ১ যুগ পূর্তি উৎসব পালন করছি। বৈশি্বক মহামারী কোভিড-১৯-এর কারণে ব্যাপকভাবে এক যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। আমাদের ইচ্ছা ছিলো ব্যাপকভাবে এর আয়োজন করার। কিন্তু মা দুর্গার কৃপা না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে মায়ের চরণে আমরা সকলে মিলে প্রার্থনা জানিয়েছি, দুর্গতিনাশিনী মা দুর্গা যেন আমাদের এ মহাক্রান্তিকাল থেকে উদ্ধার করেন। আমরা যেন সুখী সমৃদ্ধ বাংলাদেশে সকলে মিলে সুখে-শান্তিতে বাস করতে পারি। পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্ব পালন করেন হরিজন কলোনী শিব মন্দিরের পুরোহিত খোকন গোস্বামী।
ফজর | ৫:০৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭৯-সূরা নাযি 'আত ৪৬ আয়াত, ২ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে। ৬। সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করিবে, ৭। উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি, ৮। কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
যারা কখনো ক্ষতিগ্রস্ত হতে চায় না, তারা কোনোদিন লাভবান হতে পারে না। -ডেভিড জেফারসন।
কাউকে অভিশাপ দেওয়া সত্যপরায়ণ ব্যক্তির উচিত নয়।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |