ফরিদগঞ্জ থানার নবাগত দুই পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ও ওসি (তদন্ত) মোঃ বাহার মিয়া উপজেলায় কর্মরত সকল স্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার রাতে মতবিনিময়কালে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বলেছেন, আমি গত ৪ জানুয়ারি ফরিদগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পেয়ে পুরো ফরিদগঞ্জ উপজেলাকে নিজের মতো করে দেখেছি। পরবর্তীতে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব লাভ করলাম। আমি আজ আপনাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে কিছু ম্যাসেজ দিতে চাই। আমার বিশ্বাস, এই ম্যাসেজগুলোর সাথে জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সহযোগিতা পাবো।
তিনি বলেন, আমার প্রথম লক্ষ্য মাদকমুক্ত ফরিদগঞ্জ উপজেলা গড়তে কঠোর পদক্ষেপ। আমি আপনাদের তথা মিডিয়ার মাধ্যমে মাদক ব্যবসায়ীদের জানান দিতে চাই, মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো। কারো কোনো তদবির সহ্য করবো না। যারা এখনো ফরিদগঞ্জে মাদকের ব্যবসা করার চিন্তা করছেন, তারা ফরিদগঞ্জ ছাড়ুন। নচেৎ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আপনাদের। এমনকি মাদকের অভিযানে যদি থানার কোনো পুলিশের নামও জড়িয়ে যায় তাকেও ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, আমি আপনাদের আরো একটি উদ্যোগের কথা বলতে চাই। দালালমুক্ত থাকবে ফরিদগঞ্জ থানা। জনগণকে বলতে চাই কোনো দালাল ধরে নয়, সরাসরি থানায় আমার কাছে চলে আসুন। এই সাথে সালিস বাণিজ্যও বন্ধ করা হবে। আইজিপি মহোদয়ের বিট পুলিশিং সিস্টেমকে আমরা ইতিমধ্যেই মাঠে ছড়িয়ে দিয়ে দিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই আমি ইউনিয়ন পর্যায়ে মাঠে নামবো। প্রতিটি ইউনিয়নে একটি করে সভা করে মাদক, সালিস বাণিজ্য ও দালালি বিষয়ে নির্দেশনা দিবো।
তিনি সামাজিক অবক্ষয় রোধে কাজ করার অঙ্গীকার করে বলেন, ফরিদগঞ্জে নারী সংক্রান্ত সমস্যা প্রকট। এগুলো মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। তবে অবশ্যই এ সকল কাজে সাংবাদিক সমাজকে পাশে চাই। এ সময় তিনি ফরিদগঞ্জ উপজেলার সকল সাংবাদিককে এক কাতারে এসে সামাজিক এ সমস্যাগুলো নিয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি এমকে মানিক পাঠান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাব ফরিদগঞ্জের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন, সাংবাদিক আবু হেনা মেস্তাফা কামাল, নারায়ণ রবি দাস, আমান উল্ল্যাহ আমান, জাকির হোসেন পাটওয়ারী, ঋষিকেশ, আনিছুর রহমান সুজন, শিমুল হাসান, জাকির হোসেন সৈকত, ইকবাল হোসেন, সাকিল হাসানসহ সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
ফজর | ৪:২৩ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২১ |
এশা | ৭:৩৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৪। যখন তাহারা মু'মিনগণের সংস্পর্শে আসে তখন বলে, 'আমরা ঈমান আনিয়াছি, আর যখন তাহারা নিভৃতে তাহাদের শয়তানদের সহিত মিলিত হয় তখন বলে, 'আমরা তো তোমাদের সাথে রহিয়াছি; আমরা শুধু তাহাদের সহিত ঠাট্টা-তামাশা করিয়া থাকি।'
assets/data_files/web
মা এবং মায়ের মুখের ভাষা দুটোর মূল্যই সমান। -বেঞ্জামিন হ্যারিসন।
মায়ের পদতলে সন্তানদের বেহেশত।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |