নয়ন শেখ (৩০), পিতা কুদ্দুস শেখ, সাং শেখ বাড়ি, ৬নং ওয়ার্ড, ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর। পেশায় রিকশা চালক। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ শহরের আদালতপাড়াস্থ বাসা থেকে তার রিকশার যাত্রী হয়ে প্রেসক্লাবে আসেন। রিকশা থেকে নেমে তিনি ভাড়া দেয়ার সময় তার হাতে থাকা মোবাইল সেটটি রিকশার সিটের উপর রেখে ভাড়া পরিশোধ করে তিনি প্রেসক্লাবের উপরে চলে যান। তখন মোবাইলটি মনের ভুলে রিকশার সিটের উপরই থেকে যায়। ১০ মিনিট পর তার মোবাইলের খোঁজ হয়। তখন তার স্মরণ হয় মোবাইল তো তিনি রিকশার সিটের উপর ফেলে রেখে এসেছেন। পরক্ষণেই তিনি নিচে নেমে রিকশা চালককে আর পাননি। তখন তিনিসহ আরও কয়েকজন সাংবাদিক মোবাইলে কল করে দেখেন রিং হয়, কিন্তু কেউ রিসিভ করেনি। অনেকবার কল করার পরও রিসিভ না করায় তিনি কিছুটা হতাশ হন। তবে তেমন একটা চিন্তিত হননি এজন্যে যে খারাপ কোনো লোকের হাতে পড়লে মোবাইল বন্ধ করে ফেলতো। অবশেষে দুপুরে অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করে তার পরিচয় দিয়ে বলা হলো সে রিকশা চালক নয়ন, তার বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নে। তখন প্রেসক্লাব সেক্রেটারি নিশ্চিত হলেন তার রিকশায় চড়েই তিনি প্রেসক্লাবে আসেন। রিকশা চালক নয়ন তখন জানালেন মোবাইলটি তার কাছে আছে এবং তার বাড়ির ঠিকানা বলে বললেন মোবাইল আনতে তার বাড়িতে যাওয়ার জন্যে। বিকেল ৩টার দিকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ রিকশা চালক নয়ন শেখের বাড়িতে যান। তখন নয়ন শেখ হারিয়ে যাওয়া মোবাইল সেটটি প্রেসক্লাব সেক্রেটারির হাতে তুলে দেন। এ সময় নয়ন শেখের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরাও সামনে ছিলো। নয়ন শেখ তখন আলাপচারিতায় বললেন, একটা মোবাইল সেট খেয়ে (আত্মসাৎ) আমি কি বড়লোক হয়ে যাবো? কিন্তু আমি চিন্তা করেছি যার মোবাইল তিনি অবশ্যই খোঁজ করবেন। তখন আমি তাকে ফেরত দিয়ে দেবো।
হতদরিদ্র রিকশা চালক নয়ন শেখের সততায় মুগ্ধ হন সাংবাদিক নেতৃবৃন্দ। তখন প্রেসক্লাব সেক্রেটারি নয়ন শেখকে বখশিস দেন। নয়ন শেখ বখশিস পেয়ে খুব খুশি হন। হতদরিদ্র রিকশা চালক নয়ন শেখ যেনো সমাজের চোখ খুলে দিলো।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১০ |
আসর | ৪:০২ |
মাগরিব | ৫:৪০ |
এশা | ৬:৫৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
assets/data_files/web
মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। - শেখ সাদী।
একজন খাঁটি মুসলমান কাবাঘর হইতে উত্তম।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |