চাঁদপুর শহরস্থ পুরাণবাজার ট্রাঙ্কপট্টির সাবেক বস্ত্র ব্যবসায়ী মরহুম নিজাম মাস্টারের স্ত্রী জরিনা খাতুন ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাত এগারোটা বিশ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। তিনি ৬ ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গত শুক্রবার জুম্মাবার ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল। চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মালেক শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, রোটারিয়ান অ্যাডঃ জামিল হায়দার বুলবুলসহ ব্যবসায়ীবৃন্দ, মরহুমার আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলি্লগণ উক্ত জানাজায় শরিক হন। পরে দেওয়ান আবুল খায়ের সড়কস্থ মৌলভী আব্দুস সালাম সড়কের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জরিনা খাতুন গ্রীন টেঙ্টাইলের তাজল মিয়া, ব্যবসায়ী বাদল, বেলায়েত ও ভাইভাই ক্লাবের সাবেক কর্মকর্তা হিমুর মাতা।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:০৪ |
মাগরিব | ৫:৪৩ |
এশা | ৬:৫৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮২-সূরা ইন্ফিতার ১৯ আয়াত, ১ রুকু, মক্কী ১৬। এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না। ১৭। কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান? ১৮। আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জান? ১৯। সেই দিন একে অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না; এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হইবে আল্লাহর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আমার মুক্তি আলোয়...। -রবীন্দ্রনাথ ঠাকুর।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, মানুষের মধ্যে তিনি উত্তম পুরুষ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |