'যে সংসার টিকাতে পারে না সে পৌরসভা টিকাবে কী ভাবে? আমরা এমন জনপ্রতিনিধি চাই না যাদেরকে নির্বাচনের পর পাওয়া যায় না। মেয়র নির্বাচিত হলে এই আজমুর বেগমের দরজা আপনাদের জন্যে ২৪ ঘন্টা খোলা থাকবে। আমি টাকার বান্ডিল নিয়ে আসিনি। কারণ আমি নির্বাচিত হলেও আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে চাই। আপনারা প্রায়ই একটা অভিযোগ করেন নেতা নির্বাচিত হলে তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায়। প্রতিশ্রুতি রাখবে কিভাবে। তারাতো টাকার বিনিময়ে ভোট পেয়েছে। আপনারা কেন এক হাজার টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটি বিক্রি করে দিবেন? একটু সচেতন হোন। স্বাধীন দেশে সবার মত প্রকাশের অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মুখে নৌকা বলে অন্তরে ধানের শীষ রাখবেন, তা হবে না।' ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আজমুর বেগম।
১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ৬নং ওয়ার্ডের লিটল ফ্লাওয়ার একাডেমি মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা আক্তার। ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছলিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল পাঠান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাবেয়া আক্তার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা দুলাল হাজী, ৫নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য মায়া আক্তার, রুমা আক্তার, সোহানা আক্তার ও রূপালী বেগম।
ফজর | ৫:২৩ |
যোহর | ১২:০৯ |
আসর | ৩:৫৮ |
মাগরিব | ৫:৩৭ |
এশা | ৬:৫৩ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৩-সূরা মুতাফ্ফিফীন ৩৬ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৭। কখনও না, পাপাচারীদের 'আমলনামা তো সিজজীনে আছে। ৮। সিজজীন সম্পর্কে তুমি কী জান? ৯। উহা চিহ্নিত 'আমলনামা'। ১০। সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারকারীদের,
assets/data_files/web
প্রকৃতি বিধাতার অমূল্য দান। _টমাস
দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানচর্চায় নিজেকে উৎসর্গ করো।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,১২,৪৯৬ | ৮,২৪,৩৫,৪৮২ |
সুস্থ | ৪,৫৬,০৭০ | ৫,৮৪,৪৩,৫১৫ |
মৃত্যু | ৭,৫৩১ | ১৭,৯৯,২৯৪ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |