আসন্ন সরস্বতী পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে পূজারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল ১৫ জানুয়ারি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিত রায় চৌধুরী পিপি, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল চন্দ্র সাহার সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরের পরিচালনায় পূজারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নির্ভীক পাল, রুদ্র চন্দ্র দাস, জয়ন্ত দাস প্রমুখ।
সভায় করোনা থেকে মুক্তির লক্ষ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এ বছর অনাড়ম্বরভাবে সরস্বতী পূজা উদযাপনের জন্য পূজারীদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তাগণ বলেন, করোনার কারণে ধর্মীয় উৎসবাদিসহ সামাজিক অনেক কর্মকা-ই সীমিত আকারে উদ্যাপিত হচ্ছে। আমাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজাও আমরা খুবই সীমিত আকারে উদযাপন করেছি। আমরা এ বছর দুর্গোৎসব করিনি, করেছি দুর্গা পূজা। তাই বর্তমান সময়ের প্রতি লক্ষ্য রেখে এ বছর সরস্বতী পূজা উপলক্ষে কোনো বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে পূজা সম্পন্ন করতে হবে। স্বাস্থ্যবিধি ক্ষুণ্ন হয় সে ধরনের সকল কাজ পরিহার করতে হবে।
সভায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ নেতা বিবেক লাল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র রায়, শ্যাম সুন্দর মণ্ডল, অমল রক্ষিত মনা, মানিক দাস, ডাঃ গনেশ চন্দ্র সরকার প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
ফজর | ৫:০৪ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৪ |
মাগরিব | ৬:০৫ |
এশা | ৭:১৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১২। এবং সেথায় অশান্তি বৃদ্ধি করিয়াছিল। ১৩। অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাঘাত হানিলেন। ১৪। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।
প্রকৃতি বিধাতার অমূল্য দান। _টমাস
যাহার একদিনের সংস্থান আছে ভিক্ষা করা তাহার জন্য নিষিদ্ধ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |