শতাধিক নেতা-কর্মী নিয়ে চাঁদপুর জাতীয় পার্টির উদ্যোগে পদ্মা সেতু ভ্রমণ করেছেন নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ৮টায় শহরের বড় স্টেশন মোলহেড থেকে ২টি বড় স্টীলের নৌকাযোগে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হয় নেতা-কর্মীরা।
পদ্মাসেতু ভ্রমণের নেতৃত্ব দেন চাঁদপুর পৌর জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি, জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাডঃ মোহাম্মাদ মহসীন খান, সাবেক দপ্তর সম্পাদক মোঃ শাহাজাহান মাতাব্বর ও জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি।
ভ্রমণে অংশ নেন জেলা মহিলা পার্টির সদস্য সচিব ফারিয়া চৌধুরী সেলিনা, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব হারুন গাজী, শহর যুব-সংহতির আহ্বায়ক দ্বীন ইসলাম সর্দার, সদস্য সচিব মোঃ ফারুক গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, সাবেক সাধারণ সম্পাদক মামুন বেপারী, জাতীয় পার্টর্ির্ নেতা মুকবুল হোসেন গাজী, হাফেজ ঢালী, মনির মাতাব্বর, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, সহ-সভাপতি আলী আহমেদ, সাগর মিয়া, সাংগঠনিক সম্পাদক খলিল সরকার, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পিয়ার মোহাম্মদ, যুবনেতা মোঃ রাবি্ব, নাইম গাজী, রাকিব, হাফেজ ঢালী, মামুন, সোহেল সর্দার, তাজল চকিদার, রতন চকিদার, মঞ্জিলসহ শতাধিক নেতা-কর্মী।
ভ্রমণের বিষয়ে পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি ও সাবেক দপ্তর সম্পাদক মোঃ শাহাজাহান মাতাব্বর জানান, ভ্রমণ হচ্ছে আনন্দের, তাও আবার পদ্মা সেতু। জাতীয় পার্টির এ উদ্যোগটি নেয়া হয়েছে হঠাৎ করে। ভ্রমণটি হঠাৎ করে হওয়ায় আমরা জাতীয় পার্টির অনেক নেতা-কর্মীকে নিতে পারিনি, তাই আমরা আন্তরিক দুঃখিত। তবে আল্লাহর দরবারে লাখো শোকরিয়া সুষ্ঠু ও সুন্দরভাবে ভ্রমণটি সম্পন্ন হওয়ায়। সকলের আন্তরিকতায় এবং স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় ভ্রমণটি সফল হয়েছে।
জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাডঃ মোহাম্মাদ মহসীন খান জানান, চাঁদপুরে বড় বড় রাজনৈতিক ও বিভিন্ন পেশার সংগঠন রয়েছে, কেউ পদ্মা সেতুর ভ্রমণে এতো বড় ঝুঁকি নিয়ে তা বাস্তবায়ন করতে হিমশিম খেয়েছে। আল্লাহর রহমতে আমরা সকলের সহযোগিতায় তাতে সফল হয়েছি। দিনব্যাপী আনন্দ উৎসব শেষে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পুনরায় ফিরে আসায় আবারো সৃষ্টিকর্তার নিকট শোকরিয়া আদায় করছি। সকলে মিলেমিশে দিনব্যাপী আনন্দ উৎসবের মেতে উঠেছি। এতে সকলের সাথে সকলের বন্ধন আরো সুদৃঢ় হয়েছে।
ফজর | ৫:০৪ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৪ |
মাগরিব | ৬:০৫ |
এশা | ৭:১৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১২। এবং সেথায় অশান্তি বৃদ্ধি করিয়াছিল। ১৩। অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাঘাত হানিলেন। ১৪। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।
প্রকৃতি বিধাতার অমূল্য দান। _টমাস
যাহার একদিনের সংস্থান আছে ভিক্ষা করা তাহার জন্য নিষিদ্ধ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |