প্রবীর চক্রবর্তী ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল ও চরমথুরা গ্রামে সামাজিক সংগঠন দর্পণ-এর উদ্যোগে দর্পণ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গত শুক্রবার রাতে এর উদ্বোধন করেন ব্যবসায়ী জালাল আহমেদ সিআইপি। সংগঠনের সভাপতি মশিউর রহমান রানার সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে জালাল আহমেদ বলেন, খেলা শুধু খেলা নয়, যুবসমাজকে উদ্বুদ্ধ করতে খেলার আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। কারণ একটি দেশকে এগিয়ে নিতে যুবসমাজের ভূমিকা অগ্রগণ্য। সমাজকে মাদকসহ সকল অপরাধ থেকে মুক্ত রাখতে যুবসমাজকে অবসরকালীন ক্রীড়ার দিকে আগ্রহী করতে হবে। আমি এসব ভালো উদ্যোগে আপনাদের পাশে থাকবো।
তিনি আরও বলেন, করোনাকালীন সময়সহ গত এক বছরে সামাজিক সংগঠন দর্পণের নানা উদ্যোগ আমার নজরে পড়েছে। আমি নিজে এই বিষয়ে অত্যন্ত আনন্দিত। এসব সংগঠনের মধ্য দিয়ে আজকের তরুণরা দেশসেবার কাজটি করছে। আমরা যেই কাজ বিদেশে থেকে চেষ্টা করছি।
সংগঠনের সদস্য শওকত করিমের পরিচালনায় ছিলেন শাহাবুদ্দিন সাবু ও সোহেল মাস্টার। বক্তব্য রাখেন দর্পণ সদস্য মজিবুর রহমান মিজি, মোরশেদ আলম মিজি, তারেকুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইসমাইল মিজি, আবির মাহমুদ মাসুক, আকবর হোসেন পাটওয়ারী, জসিম উদ্দিন, ফিরোজ মজনু, ইসহাক, আশিক, শিবলু, নাঈম, সোহাগ, রাজিব, রবিউল, আমান, আমির খান, অমিত, বাবলু, মুরাদ, শাকিল হেলাল, এফটি ফয়সাল, ফয়সাল গাজী, শাওন, শিপন বাবু, পাপন, সবুজ ও আকবর। আলোচনা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন।
ফজর | ৫:০৬ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
assets/data_files/web
মাত্রাধিক নম্রতার অর্থই হল কর্কশতা। _জাপানি প্রবাদ।
নফস্কে দমন করাই সর্বপ্রথম জেহাদ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |