চাঁদপুরে তিনদিনব্যাপী হিরো ও হিরো হোন্ডার ফ্রি চেক-আপ ক্যাম্প-২০২১ উদ্বোধন হয়েছে। গতকাল ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে এর উদ্বোধন করেন হিরো হোন্ডা সিলেট অঞ্চলের রিজওনাল ম্যানেজার কৃষ্ণ কান্তি দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিরো এই সার্ভিস ক্যাম্পের আয়োজক চাঁদপুর ইফতি মটরসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন বেপারী। আরো বক্তব্য রাখেন টেরিটরি ম্যানেজার সায়েম আহমেদ খান, সার্ভিস ইঞ্জিনিয়ার রাকেশ ঘোষ, ইফতি মটরসের শো-রুম ম্যানেজার গোলাম মোস্তফা নয়ন ও টেরিটরি স্পেয়ার পার্টস ম্যানেজার। হিরো হোন্ডার গ্রাহক ও কোম্পানী ও শো-রুম সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
১৯, ২০ ও ২১ জানুয়ারি এই তিনদিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনো হিরো বাইক মালিক এই ক্যাম্পে ফ্রি সার্ভিস গ্রহণ করতে পারবেন।
উক্ত ক্যাম্পে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ, ফ্রি সার্ভিস, ফ্রি ওয়াশ, ফ্রি টেকনিক্যাল সাপোর্ট এবং জেনুইন পার্টস্ ও ইঞ্জিন অয়েল ক্রয়ের ক্ষেত্রে ৫% ছাড়।
কোম্পানির কর্মকর্তারা জানান, হিরোর প্রতিটি গ্রাহক হচ্ছে হিরো পরিবারের সদস্য। মোটরসাইকেল কেনার পর থেকেই হিরোর চেষ্টা থাকে কাস্টমারদের জেনুইন পার্টস্ এবং বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে মোটরসাইকেল ব্যবহারের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করা। কারণ হিরো বিশ্বাস করে মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণের উপর তার দীর্ঘস্থায়িত্ব নির্ভর করে। আর তাই গ্রাহকদের কথা চিন্তা করে প্রতি বছর ফ্রি সার্ভিসের আয়োজন করা হয়।
ফজর | ৫:০২ |
যোহর | ১২:১১ |
আসর | ৪:২৫ |
মাগরিব | ৬:০৬ |
এশা | ৭:১৯ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৮৯-সূরা ফাজর : ৩০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২৩। সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে, তখন এই উপলব্ধি তাহার কী কাজে আসিবে? ২৪। সে বলিবে, 'হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম?'
মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। - শেখ সাদী।
একজন খাঁটি মুসলমান কাবাঘর হইতে উত্তম।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |