হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নুর মা মনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় কাপাইকাপ গ্রামে তাঁর স্বামীর বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুরায় মেয়ের বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
জানাজায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ তাহের, আবদুর রব খোকন বিএসসি, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির মজুমদার, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন, মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, খাজা সাফিউল বাসার রুজমন, কামরুজামান টুটুল, মনিরুজামান বাবলু, হাবিব উল্যাহ, আলমগীর কবির, হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন চৌধুরী, কবি ও গল্পকার শাহমুব জুয়েলসহ এলাকার কয়েকশ' মুসলি্ল।
ফজর | ৫:০৬ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |