আইনশৃঙ্খলার উন্নয়ন, বাজার ব্যবসায়ীদের নিরাপত্তা ও বিভিন্ন রাস্তার যানজট নিরসনের লক্ষ্যে হাইমচর থানায় বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি শুক্রবার বিকেল চারটায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা। এ সময় বাজারের আইনশৃঙ্খলা বিষয় পরামর্শমূলক বক্তব্য রাখেন এএসআই মোস্তফা, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক খোরশেদ কোতোয়াল, সদস্য আব্দুল মতিন মুন্সি, মোঃ আল আমিনসহ আরো অনেকে।
ওসি মাহবুব মোল্লা বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নে হাইমচর থানা পুলিশ বদ্ধপরিকর। বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা থাকবে। চুরি রোধে পুলিশের পাশাপাশি নাইটগার্ড রাখতে হবে। এছাড়া তিনি আলগীবাজারের জীবনমান উন্নয়নে এবং যানবাহনকে শৃঙ্খলার মধ্য রাখার জন্য স্থায়ী স্ট্র্যান্ড করার পরামর্শ দেন। এ ব্যাপারে বাজার ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
ফজর | ৫:০৬ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:২৩ |
মাগরিব | ৬:০৪ |
এশা | ৭:১৬ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯০-সূরা বালাদ ২০ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৫। সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? ৬। সে বলে, 'আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।' ৭। সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
কারো প্রশ্নের জবাব দিতে হলে তা প্রথমে মনোযোগ দিয়ে শোনা। _এমি লাওয়েল।
বৃহস্পতিবার : ২১ জানুয়ারি ২০২১ ফজর : ০৫ : ২৬ মিঃ সূর্যোদয় : ০৬ : ৪৩ মিঃ ইশরাক : ০৭ : ০৬ মিঃ যোহর : ১২ : ১২ মিঃ আছর : ০৩ : ৫৬ মিঃ মাগরিব : ০৫ : ৩৬ মিঃ এশা : ০৬ : ৩৬ মিঃ
যে ব্যক্তি আল্লস্নাহ ও আখেরাতের উপর ঈমান রাখে তার ভালো ও পরিচ্ছন্ন কথা বলা উচিত অথবা নীরব থাকা বাঞ্ছনীয় । পরিচ্ছন্ন কথা হচ্ছে দান কাজের সমতুল্য।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৫,৩৮,০৬২ | ১০,৬৪,২৭,১০৩ |
সুস্থ | ৪,৮৩,৩৭২ | ৭,৮০,৮৪,৯০৯ |
মৃত্যু | ৮,২০৫ | ২৩,২২,০৫৩ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |