মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মিরামা তালুকদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭০)-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ২৭ জানুয়ারি বুধবার জোহর নামাজ শেষে মিরামা হাফেজিয়া ও এতিমখানা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ রামপুরা গ্রেটার হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের কফিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়াসহ পুলিশের একটি চৌকস দল শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সাবেক সহকারী কমান্ডার মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯১-সূরা শাম্স ১৫ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১। শপথ সূর্যের এবং উহার কিরণের, ২। শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়, ৩। শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে,
বোকা এবং তার টাকা খুব শীঘ্রই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। _টমাস টুমার।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |