চাঁদপুর পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের 'ডাকাতিয়া' সিডিসি ক্লাস্টার
ওয়ার্ড নং ৩, ৪ ও ৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি বুধবার দুপুরে পুরাণবাজার পূর্ব শ্রীরামদীস্থ ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে ফাতেমা বেগম ফুটবল প্রতীকে ১৭৬ ভোট পেয়ে সভাপতি ও মুক্তা আক্তার হাঁস প্রতীকে ১০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া মোবাইল প্রতীকে শাহিনা বেগম ১৪৯ ভোট পেয়ে সহ-সভাপতি, আসমা বেগম (চশমা) ১৪০ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিল্পী ঘোষ (মোরগ) ১৯৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন ইউএনডিপির কর্মকর্তাবৃন্দ ও পৌর বস্তি উন্নয়ন কর্মকর্তা। এ সময় ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯১-সূরা শাম্স ১৫ আয়াত, ১ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১। শপথ সূর্যের এবং উহার কিরণের, ২। শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়, ৩। শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে,
বোকা এবং তার টাকা খুব শীঘ্রই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। _টমাস টুমার।
যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই মানুষের মধ্যে শ্রেষ্ঠ।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |