কচুয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় ভোটার দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে। ২ মার্চ মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল সংলগ্ন এলাকায় বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবস-২০২১ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা। এ সময় কচুয়া উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বক্কর সিদ্দিক, কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব ভোটার দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটের মোঃ মমিনুল হক, মোঃ আলমগীর হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ তৌহিদুর রহমান এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ভোটার দিবস উপলক্ষে সমগ্র উপজেলার হালনাগদ ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটারকরণ ও ভোটার স্থানান্তর কার্যক্রম চলমান রয়েছে।
হালনাগাদ ভোটার তালিকায় কচুয়ায় পুরুষ ভোট ১ লাখ ৫৯ হাজার ৬শ' ৯৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ৪শ' ৭৭ জন। মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ১শ' ৭০ জন।
পৌরসভার ভোটার ২০ হাজার ৪শ' ৭৮ জন, সাচার ২১ হাজার ৪শ' ৪১ জন, পাথৈর ১৭ হাজার ৬শ' ৩৫ জন, বিতারা ৩২ হাজার ২শ' ৬৮ জন, পালাখাল ২০ হাজার ১শ' ৭৭ জন, পশ্চিম সহদেবপুর ২২ হাজার ৩৬ জন, কচুয়া উত্তর ২১ হাজার ৭শ' ৭৯ জন, কচুয়া দক্ষিণ ১৪ হাজার ৯শ' ৮৭ জন, কাদলা ২৭ হাজার ৪শ' ৪০ জন, কড়ইয়া ৩৪ হাজার ৫৪ জন, গোহট উত্তর ২২ হাজার ২শ' ৮০ জন, গোহট দক্ষিণ ২৩ হাজার ১শ' ১০ জন, আশ্রাফপুর ৩০ হাজার ৪শ' ৮৪ জন।
ফজর | ৪:১৯ |
যোহর | ১১:৫৯ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৩ |
এশা | ৭:৩৮ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৯-সূরা যিল্যাল ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে। ২। এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে, ৩। এবং মানুষ বলিবে 'ইহার কী হইল?'
মাটিকে ভালোবাসো, মাটি তোমাকে ভালোবাসবে। _ইবনে আহম্মদ।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |