সম্প্রতি হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের ঘোষিত কমিটিতে ছাত্রলীগের কর্মী, বিবাহিত, চাকুরীজীবী, প্রবাস ফেরত, অছাত্র, ব্যবসায়ী রয়েছে_ এমন কারণে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিণ করে। মিছিলে 'অবৈধ পকেট কমিটি মানি না মানবো না বলে' শ্লোগান দেয় ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় ঘোষিত কমিটি বাতিলের দাবি জানায় তারা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে ২১ সদস্য বিশিষ্ট হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল ও ২১ সদস্য বিশিষ্ট হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আগামি ৬০ দিবসের মধ্যে স্ব-স্ব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়।
উপজেলা ও পৌর ছাত্রদলের এই নেতৃবৃন্দ আরো দাবি করেন, সমন্বয় না করে এক নেতার ভক্তদেরকে দিয়ে এ কমিটি করা হয়েছে। এমনকি ছাত্রদলের সাংগঠনিক নিয়ম না মেনে এতে ছাত্রলীগ, বিবাহিত বহুজনকে স্থান দেয়া হয়েছে। মিছিলে ছাত্রদল নেতা মোঃ ফরহাদ মামুন, মোঃ কবির মিয়াজি, মোঃ মোরশেদ, আবির, এস.কে মেহেদি হাসান, মোঃ ইব্রাহিম মুন্সি, মোঃ শাহেদ মুন্সি, তোফায়েল হোসেন রবিন, মাইনুউদ্দিনসহ ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৯-সূরা যিল্যাল ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে। ২। এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে, ৩। এবং মানুষ বলিবে 'ইহার কী হইল?'
মাটিকে ভালোবাসো, মাটি তোমাকে ভালোবাসবে। _ইবনে আহম্মদ।
স্বভাবে নম্রতা অর্জন কর।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |