গত ২ মার্চ মঙ্গলবার রাতে চাঁদপুর পুলিশ লাইন্সের সম্মুখস্থ স্পিডব্রেকারে দুর্ঘটনার শিকার হন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার সেলিম। তবে তিনি অল্পের জন্যে বেঁচে যান। এই রকমভাবে প্রতিনিয়তই এখানে ঘটছে দুর্ঘটনা।
তিনি জানান, ওইদিন রাত ১০টা ৪৫ মিনিটে পত্রিকার কাজ শেষে তিনি সিএনজি অটোরিকশাযোগে চাঁদপুর থেকে মতলবে যাচ্ছিলেন। ওই সময় স্পিডব্রেকারে মার্কিং না থাকায় ড্রাইভার দ্রুতগতিতে যাওয়ার ফলে পুলিশ লাইন্স এলাকার প্রথম স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। অটোরিকশার সামনের চাক্কার স্প্রিং খুলে যাওয়ায় তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়। এতে ৪ জান যাত্রী অল্পের জন্যে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে সেলিমসহ অন্যরা অন্য একটি অটোরিকশাযোগে মতলবে যান।
ড্রাইভার আব্দুল করিম জানান, আমি এই রাস্তায় নতুন এসেছি। কিন্তু এখানে যে স্পিডব্রেকার আছে তা আমার জানা ছিলো না। এছাড়াও এ স্পিডব্রেকারের আগে-পরে কোনো সংকেত বা রং লাগানো নেই। তাই আমি খেয়াল করতে পারিনি।
সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আতিক উল্যাহ ভূঁইয়া জানান, স্পিডব্রেকারগুলোতে রং করার নিয়ম আছে। শহরের স্পিডব্রেকারগুলো নতুনভাবে করা হয়েছে। এজন্যে রং করতে দেরি হচ্ছে। তালিকা করেছি, খুব শীঘ্রই রং করা হবে।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৯৯-সূরা যিল্যাল ০৮ আয়াত, ১ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৪। সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে, ৫। কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন, ৬। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদিগকে উহাদের কৃতকর্ম দেখান যায়,
যার বশ্যতার মধ্যে তোমার স্বার্থ নিহিত, তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ো না। _এরিস্টিটল।
যে শিক্ষিত ব্যক্তিকে সম্মান করে, সে আমাকে সম্মান করে
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |