নেশা করিয়ে শ্বশুর পরিবারের সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। এ বিষয়ে অভিযুক্তের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি নিয়ে তদন্ত শুরু করেছে। বুধবার দিবাগত গভীর রাতে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের খাজে আহম্মদ বিয়ে করেন একই উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের ফকির মোহাম্মদ বেপারী বাড়িতে। জামাইয়ের চুরি-ছেঁচড়ামির কথা বিয়ের পরে জেনে শ্বশুর পরিবার হতবিহ্বল ছিলো। এর মধ্যে গত বুধবার গভীর রাতে ঘটে এই ঘটনা।
ভুক্তভোগী শামীম জানান, আমার মা, ছোট মেয়ে শামীমা আক্তার এবং বড় বোন নাজমা আক্তার ঘরে ঘুমাচ্ছিলো। হঠাৎ খাজে আহমেদ (আমার সেজো বোনের জামাই) আমাদের ঘরে ঢুকে নেশা-জাতীয় দ্রব্য নাকে-মুখে দিয়ে অচেতন করে। এই ফাঁকে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ দামি জিনিসপত্র লুট করে। কিছুক্ষণ পর আমার মা টের পেলে সে মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার নাজমা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নাজমা জানান, খাজে আহমেদ চুরির দায়ে আগে কয়েক বার জেলে খেটেছে। বিষয়টি আমরা বিয়ের পরে জানতে পেরেছি। সে এখন আমার পরিবারের উপর হাত দিলো।
হাজীগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে সত্যতা পেলে নিয়মিত মামলা হবে।
ফজর | ৪:২২ |
যোহর | ১২:০০ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২২ |
এশা | ৭:৩৭ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৬। ইহারাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে। সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই, তাহারা সৎপথেও পরিচালিত নহে।
assets/data_files/web
একজন জ্ঞানী প্রশাসক সময়োপযোগী শাসন করেন। -সিডনি লেনিয়ার।
যার মধ্যে বিনয় ও দয়া নেই, সে সকল ভালো গুণাবলি হতে বঞ্চিত।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৬,৪৪,৪৩৯ | ১৩,২১,৯৪,৪৪৭ |
সুস্থ | ৫,৫৫,৪১৪ | ১০,৬৪,২৬,৮২২ |
মৃত্যু | ৯,৩১৮ | ২৮,৬৯,৩৬৯ |
দেশ | ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |